Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি সাহিত্য যাপন কবিতা - বিদায়ের ক্ষণ কলমে - দোলা ভট্টাচার্য তারিখ - 4.5.2020 অনেক দিন কেটে গেল এ শহরটাতে, এসেছিলাম এখানে, তোমাদেরই আমন্ত্রণে। ভিড় ছিল অনেক, তবু জায়গা পেয়েছিলাম দাঁড়াবার, বুঝে নিয়েছিলাম নিজের কাজটুকু। মন …

 


#সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা - বিদায়ের ক্ষণ 

কলমে - দোলা ভট্টাচার্য 

তারিখ - 4.5.2020 

অনেক দিন কেটে গেল এ শহরটাতে, 

এসেছিলাম এখানে, তোমাদেরই আমন্ত্রণে। 

ভিড় ছিল অনেক, 

তবু জায়গা পেয়েছিলাম দাঁড়াবার, 

বুঝে নিয়েছিলাম নিজের কাজটুকু। 

মন দিয়ে করে গেছি কাজ আপন সাধ্যমত। 

হয়তো তা ছিল নিতান্তই সাধারণ মানের, 

তোমাদের বিচারের মাপকাঠিতে —

পায়নি সে গ্রহণযোগ্যতা। 

আমিও তো অপারগ, নেই যে আমার 

আরও কিছু দেবার ক্ষমতা। 

তোমাদের  উদাসীন মুখগুলি, 

তারাও তো একই কথা বলে—

এ শহরে আমি যে বেমানান। 

তাই চলে যেতে হবে। 

তোমরা বলার আগে —

আমিই তো ছেড়ে যাব এ শহরটাকে। 

দেওয়ালের ঘড়িটাও বলে চলে একই কথা 

যান্ত্রিক ভাষায় —

সময় যে হয়ে এল শেষ, 

এইবার যেতে হবে অন্য কোথাও, 

অন্য কোনোখানে।