Page Nav

HIDE

Post/Page

July 15, 2025

Weather Location

Breaking News:

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা:- অচেনা বন্ধুকলমে:-দেবাশিস সেনগুপ্ত ২৯-১১-২০২০
ফিরোজ, এটাই তোমাকে আমার প্রথম ও শেষ চিঠি,সেই ছোটবেলা থেকে তোমার সাথেই বেড়ে উঠি।জীবনের প্রতি পলে জড়িয়ে তোমার অস্তিত্ব। ঠাকুর ঘরে মায়ের সাথে নিত্য তোমার গল্প কত। এক থালায় ভাত মেখে…

 


কবিতা:- অচেনা বন্ধু

কলমে:-দেবাশিস সেনগুপ্ত 

২৯-১১-২০২০


ফিরোজ, 

এটাই তোমাকে আমার প্রথম ও শেষ চিঠি,

সেই ছোটবেলা থেকে তোমার সাথেই বেড়ে উঠি।

জীবনের প্রতি পলে জড়িয়ে তোমার অস্তিত্ব। 

ঠাকুর ঘরে মায়ের সাথে নিত্য তোমার গল্প কত। 

এক থালায় ভাত মেখে মা খাইয়ে দিত দুপুরে 

ভুতের গল্প শুনতে চাইতে মাথা বুকের ওপরে।


কিন্তু তুমি করলে কি, চোরের মত পালিয়ে 

বোনকে আমার নিয়ে গেলে আমায় কিছু না বলে। 

জানতে তুমি বিশ্বাস আমার শুধু মানব ধর্মে

কুসংস্কারে বিশ্বাস নেই, বিশ্বাস ভালো কর্মে।

বললে আমায় দাঁড়িয়ে থেকে দিতাম বিয়ে আমি 

সমাজের ধর্মান্ধতা আমি যে না-মানি।


বাড়ি আমার উঠত সেজে রঙ্গীন আলোর সাজে 

আনন্দেত মাতত সবাই, নানান রকম কাজে।

এত দিন সাথে থেকেও বুঝলে না যে আমায় 

লজ্জায় নত মাথা মোদের, ফিসফিসানি পাড়ায়। 

আঘাত আজ হানলে আমার পরম বিশ্বাসে

সংস্কার হীন চিন্তা ধারা মানুষ ভালবেসে।


এত দিনের বন্ধু কাছে -- আমিই অচেনা 

কেমন করে থাকব পাশে তুমিই বলো না!?

ধর্মা ধর্ম ভুলে গিয়ে দুজন থেক সুখে 

মনটা আমার উঠবে ভরে দূরের থেকে।


ইতি-- তোমার অচেনা বন্ধু।