তিন দফা কাউন্সেলিংয়ের শেষে ইন্জিনিয়ারিংয়ে ভর্তি র চাহিদা ভীষণ কম।ফাঁকা প্রায় অর্ধেক আসন।এই অবস্থায় দ্রুত বিকেন্দ্রীত কাউন্সেলিংয়ের নির্দেশ জারি করার দাবী জানাচ্ছে কলেজগুলি। তবে এ নিয়ে খুব আশাবাদী নয় বিকাশ ভবন। এবার ভাবা হয়েছিল দূ…
তিন দফা কাউন্সেলিংয়ের শেষে ইন্জিনিয়ারিংয়ে ভর্তি র চাহিদা ভীষণ কম।ফাঁকা প্রায় অর্ধেক আসন।এই অবস্থায় দ্রুত বিকেন্দ্রীত কাউন্সেলিংয়ের নির্দেশ জারি করার দাবী জানাচ্ছে কলেজগুলি। তবে এ নিয়ে খুব আশাবাদী নয় বিকাশ ভবন। এবার ভাবা হয়েছিল দূরবর্তী কলেজগুলিতে পড়ুয়ারা যাবেন না।চাহিদাটা রাজ্যের প্রতিই থাকবে। এছাড়া রাজ্যে এবার কাউন্সেলিং বহু আগেই শুরু হয়েছে।কিন্তু বাস্তব চেহারা একেবারে ই আলাদা।ইন্জিনিয়ারিংয়ে শূন্য আসনের সংখ্যা গতবারের চেয়েও বেশি।ভর্তির ঝোঁক কয়েক বছর ধরেই কম।যা করোনার জন্য একেবারেই তলানিতে এসে ঠেকেছে।শিল্পক্ষেত্র ধাক্কা খেয়েছে।অনেকের ভয় চাকরির সুযোগ আরোও কমবে।সেইজন্য জেনারেল লাইনে অনেকেই পা বাড়াচ্ছেন।আপাতত অনলাইন ক্লাস ভবিষ্যৎ ধরে নিয়ে অনেকে অন্য রাজ্যে ভর্তি হতে ও দ্বিধা করছেন না।
অমিতাভ গঙ্গোপাধ্যায়
১০.১২.২০