Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রকাশিত হলো মনিমালার দেশ'

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাটমনিমালার দেশ' প্রকাশ পেল,সাহিত্য থেকে ভ্রমণ পাঠকদের মনে বিশেষ স্থান করে নিচ্ছে।কিছুটা সময় দেরী হলেও সাহিত্য সম্বৃদ্ধ পত্রিকা 'মনিমালার দেশ' পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা মনিমালার দেশ পত্র…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট

মনিমালার দেশ' প্রকাশ পেল,সাহিত্য থেকে ভ্রমণ পাঠকদের মনে বিশেষ স্থান করে নিচ্ছে।

কিছুটা সময় দেরী হলেও সাহিত্য সম্বৃদ্ধ পত্রিকা 'মনিমালার দেশ' পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা মনিমালার দেশ পত্রিকার নিজস্ব ভবনে এক ভাবগম্ভীর পরিবেশের মধ্যে দিয়ে প্রকাশ পেল। এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার রমেশ চন্দ্র বেরা, গোবর্ধন জানা, বাসুদেব দাস, দিলীপ পাল, প্রশান্ত শেখর ভৌমিক, শেফালি বেরা, পত্রিকার সম্পাদক সমরেশ বেরা। বইটিতে প্রবন্ধ, নিবন্ধ,গল্প, কবিতা,ও ভ্রমণ কাহিনীতে দৃষ্টিনন্দন লেখাগুলি পাঠকের মন ছুঁয়েছে বলা যায়। গোবর্ধন জানার লেখা বরফে ঢাকা লাদাখ, উমা পুরকায়স্থের সামাজিক পেক্ষাপটে দুর্গার পুরান কথা, পূর্বাশা মন্ডলের রামকৃষ্ণ সারদা কে নিয়ে লেখা সহ জেলা ও রাজ্যের বিভিন্ন স্থানের লেখকদের নানা বিষয় পাঠকদের কাছে সমাদৃত হয়েছে। 

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। উল্লেখ করা যায় প্রয়াতঃ সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি লেখাও এই বইটিতে প্রকাশ পেয়েছে। যা পাঠকদের আরো মন কেরেছে। পত্রিকার সম্পাদক সমরেশ বেরা এক সাক্ষাৎকারে বলেন 'মনিমালা দেশ' পত্রিকাটি পঞ্চম বর্ষে পদার্পণ করল এই করোনা আবহে কিছুটা দেরি হলেও আগামী দিনে বইটি ঠিক সময়ে প্রকাশ করা হবে বলে তিনি পাঠকদের কাছে আশ্বাস দিয়েছেন।