Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আর নয় অন্যায়"কর্মসূচি শুরু করেছে বিজেপি

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি প্রচারে নেমেছে রাজ্য সরকারের শাসক দল তৃণমূল কংগ্রেস। স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, 100 দিনের কাজের জব কার্ড সহ বিভিন্ন প্রকল্পের আ…

 


রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি প্রচারে নেমেছে রাজ্য সরকারের শাসক দল তৃণমূল কংগ্রেস। স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, 100 দিনের কাজের জব কার্ড সহ বিভিন্ন প্রকল্পের আবেদনের জন্য প্রতিটি পঞ্চায়েত অফিসের শিবির করেছে প্রশাসনিক আধিকারিকরা। দলের নেতৃত্ব দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির প্রচারে বাড়ি বাড়ি যাচ্ছেন। আগামী বিধানসভাভোটের আগে শাসক দলের অন্যতম প্রচার এর কৌশল হিসাবে মনে করছেন রাজনৈতিক মহল পাল্টা প্রচারে নেমেছে বিজেপিও।

 ইতিমধ্যে "আর নয় অন্যায়"কর্মসূচি শুরু করেছে বিজেপি। বেকার যুবক যুবতীদের কাছে টানতে প্রতিটি জেলায় কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া সহ তাদের নাম নথিভুক্ত করার জন্য বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি গ্রহণ করল রাজ্য বিজেপি। রবিবার প্রতিটি জেলার বিজেপির এই কর্মসূচির সূচনা হয়েছে। এদিন পূর্ব মেদিনীপুরের বিজেপির তমলুক সাংগঠনিক সভাপতি নবারুণ নায়েক,যুব মোর্চার রাজ্য নেতা তথা জেলা পর্যবেক্ষক পিন্টু পাড়ই, যুব মোর্চার জেলা সভাপতি প্রতীক পাখিরা সহ নেতৃত্বরা তমলুক শহরের বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নতুন কর্মসূচি জানান। নন্দকুমার এর বিধায়ক সুকুমার দে বিজেপির এই কর্মসূচিকে ভ্রান্তধারনা বলে জানান। 

রাজনৈতিক  মহলের মতে,রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা যেভাবে "দুয়ারে সরকার" কর্মসূচি প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে চাইছেন তারই পাল্টা হিসেবে চাকরি প্রতিশ্রুতি দিয়ে ফরম ফিলাপ করে বেকার যুবক-যুবতীদের কাছে পৌঁছাতে চাইছে বিজেপি।