বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরামের জন্ম দিবস পালনে সাড়া ফেলতে পারল না শুভেন্দু অধিকারী।সহকর্মী সমর্থকরা অনুপস্থিত এই পদযাত্রায়।আমি ভারতের সন্তান আমি বাংলার সন্তান। সংবিধানের নিয়ম অনুযায়ী মানুষের হয়ে কাজ করতে চাই। এমনিই মন্তব্য শুভেন…
বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরামের জন্ম দিবস পালনে সাড়া ফেলতে পারল না শুভেন্দু অধিকারী।সহকর্মী সমর্থকরা অনুপস্থিত এই পদযাত্রায়।
আমি ভারতের সন্তান আমি বাংলার সন্তান। সংবিধানের নিয়ম অনুযায়ী মানুষের হয়ে কাজ করতে চাই। এমনিই মন্তব্য শুভেন্দু অধিকারীর। বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্ম দিবসে তমলুকে হ্যামিল্টন হাইস্কুলে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করেন। তমলুকের হাসপাতাল মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মিছিল যায় হ্যামিল্টন হাইস্কুলে। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী জানান, নন্দীগ্রাম নেতাই আন্দোলনে তিনি ছিলেন মানুষের হয়ে কাজ করেছেন। আগামী দিনে কাজ করবেন তিনি মানুষের হয়ে। এদিনের পদযাত্রায় চোখে পড়ল না তাম্রলিপ্ত পৌরসভার একাধিক কাউন্সিলর সহ তৃণমূলের কর্মী সমর্থকদের। শুধুমাত্র তমলুক শহরের বেশকিছু ক্লাব সদস্যদের চোখে পড়ল। তমলুক পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন বলেন শুভেন্দু অধিকারী এই পদযাত্রা করলেও তাদের ডাকা হয়নি কাউকেই। আর কলকাতা থেকে আনা ব্যান্ড পার্টি।
তমলুক হ্যামিল্টন স্কুল এর ছোট্ট একটি মাঠে হাজার খানেক চেয়ার পাতলেও ভর্তি হলো না সেই চেয়ার। শুভেন্দু অধিকারী ছোট্ট বক্তব্য রেখে গর্বে তার উদ্দেশ্যে রওনা দেন।