Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভেন্দু অধিকারী আজ থেকে বিজেপি দলের জননেতা।

তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।মা মাটি মানুষের শ্লোগানে আজ তোলাবাজি আর ভাইপো রাজ ছাড়া আর কিছু অবশিষ্ট নেই।অন্যায় আর শোষনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দল ছেড়েছেন শুভেন্দু অধিকারী । এই কথাগুলি রাজ্যের বিজেপি সমাবেশে এসে মেদিনীপুরের কলেজ…



 তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

মা মাটি মানুষের শ্লোগানে আজ তোলাবাজি আর ভাইপো রাজ ছাড়া আর কিছু অবশিষ্ট নেই।অন্যায় আর শোষনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দল ছেড়েছেন শুভেন্দু অধিকারী । এই কথাগুলি রাজ্যের বিজেপি সমাবেশে এসে মেদিনীপুরের কলেজমাঠে বক্তব্য রাখতে গিয়ে বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি প্রাক্তন সভাপতি অমিত শাহ।

এদিন শুভেন্দু সহ নয়জন বিধায়ক দল ছেড়ে অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা হাতে নিলেন আজ।একজন সাংসদ একজন প্রাক্তন সাংসদ সহ এক ঝাঁক নেতা বিজেপি দলকে আজ শক্তিশালী করলেন।

অবশ্য তৃনমূল দল বলছেন, শুভেন্দু অধিকারী চলে গেলে দলের এতটুকু ক্ষতি হবে না।কিন্তু শুভেন্দু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তৃনমূল দলে ভাঙন শুরু হয়ে গেছে।বিভিন্ন জেলা থেকে দল ভাঙার খবর আসছে।

এদিন সভাতে দল বদল করে শুভেন্দু বলেন,আমি মাতব্বরি করতে বিজেপিতে আসিনি। দল যেমন নির্দেশ দেবেন সে গুলি নিশ্চয় করবো।

মা র সঙ্গে বিশ্বাস ঘাতকতা প্রসঙ্গে তিনি বলেন আমার মায়ের নাম গায়ত্রী দেবী।আর এক মা হলেন দেশ মাতৃকা।

তৃনমূলের নেতা কল্যাণ বন্দোপাধ্যায় অমিত শাহকে কটাক্ষ করে বলেন,কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ করলে কৃষক দরদী হওয়া যায় না।

তিনি পরিবার তন্ত্রের কথা বলতে গিয়ে অধিকারী পরিবারের কথা তুলে ধরেন।

শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন তিনি যদি পদলোভী না হন তা হলে সাংসদ পদ ছেড়ে রাজ্যে এলেন কেন। মন্ত্রী হলেন কেন।

জমে গেল একুশের ভোট।বিজেপি বনাম তৃনমূলের ফাইনাল ম্যাচে নবান্ন কার ভাগ্যে সেটাই দেখার।