বড্ড কষ্ট হয় প্রদীপ সেন আগরতলা, ২৮/১১/২০
যখন ভালোবাসা হেরে যায়প্রভাতী সূর্যটাকে মেঘের চাদর ঢেকে দেয়কোকিলের ডাকেও যখন বসন্ত গড়িমসি করেদিকে দিকে দেখি যদি ছন্দ পতনবিশ্বাস করো আর নাই বা করো,বড্ড কষ্ট হয়।আকাশে ম…
বড্ড কষ্ট হয়
প্রদীপ সেন
আগরতলা, ২৮/১১/২০
যখন ভালোবাসা হেরে যায়
প্রভাতী সূর্যটাকে মেঘের চাদর ঢেকে দেয়
কোকিলের ডাকেও যখন বসন্ত গড়িমসি করে
দিকে দিকে দেখি যদি ছন্দ পতন
বিশ্বাস করো আর নাই বা করো,
বড্ড কষ্ট হয়।
আকাশে মেঘের ঘনঘটা
বাতাসে বৃষ্টি বৃষ্টি ভাব
দাদুরিরা ঐকতানে মগ্ন যদিও মেঘমল্লারে
পৃথিবী তবুও যদি তেষ্টায় কাঁদে,
মানো আর নাই মানো,
বড্ড কষ্ট হয়।
ফল দিয়ে দিয়ে যে গাছটা এখন বন্ধ্যা
যে-গাছে বাঁধতো বাসা বিহগ দম্পতি
যে-গাছে ফুটতো ফুল, ভ্রমর গাইতো গান
হিসেবি কুঠার যদি সে গাছের মূলে হানে ঘা
বিশ্বাস করো আর নাই বা করো
বড্ড কষ্ট হয়।
যেমনটা নিজে আমি থাকি বা না থাকি
আপাত সুখের সুখে এই বেঁচে থাকা
যেখানে হাজারো মানুষ আছে দুর্দশায়
আমি সেথা কীকরে যে থাকবো ভালো
ওদের দুঃখ ব্যথা পাঁজর কাঁপায়
কষ্ট হয়, জানো,
বড্ড কষ্ট হয়।