Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন    কবিতা- "মানচিত্রের এই বৃত্তে"✍সুস্মিতা মালাকার ঘোষ
শীতের চাদরে কুয়াশা আদরে             চোখে ঘুম ঘুম ভোর,মাঝে মাঝে কেন মনের ওপর              থাকে না যে কোনো জোর।
হিমেল বাতাসে রোদেলা আকাশে          প…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

    কবিতা- "মানচিত্রের এই বৃত্তে"

✍সুস্মিতা মালাকার ঘোষ


শীতের চাদরে কুয়াশা আদরে 

            চোখে ঘুম ঘুম ভোর,

মাঝে মাঝে কেন মনের ওপর 

             থাকে না যে কোনো জোর।


হিমেল বাতাসে রোদেলা আকাশে 

         পাখিরা স্বপ্ন আঁকে,

জীবনের মানে বদলাতে জানে 

         খোঁজে না আর সে 'তাকে'।


এলোমেলো পায়ে পথ চলা শুধু

          এগোনোর নেই তাড়া,

মাঝে মাঝে তবু সবকিছু নিয়ে 

            জীবনটা দিশেহারা।


কখনো মিথ্যে কখনো সত্যি 

             ঘটনাগুলোকে দেখে,

চলছি সবাই মানচিত্রটা

              নতুন ছকেতে এঁকে।


বৃত্তের এই পরিধিটা তবু 

            ছোট হচ্ছে রোজ,

চোখের পাতায় চলছে যদিও 

            নিত্য নতুন খোঁজ।