বিবেকবান----গৌরী রায় চৌধুরী ১৪\১২\২০২০সৃষ্টি সাহিত্য যাপন _______________________________
হাতঘড়ি মেপে দেয় কত প্রেম ছিল ছায়াপথ স'রে জানি সময় সরণি ...প্রথম দেখা'তে মুগ্ধ আচরণ ভালো একবার দেখেছিনু চাঁদের ভরণী ।
ভীষণ বিবেকবান দর…
বিবেকবান----
গৌরী রায় চৌধুরী
১৪\১২\২০২০
সৃষ্টি সাহিত্য যাপন
_______________________________
হাতঘড়ি মেপে দেয় কত প্রেম ছিল
ছায়াপথ স'রে জানি সময় সরণি ...
প্রথম দেখা'তে মুগ্ধ আচরণ ভালো
একবার দেখেছিনু চাঁদের ভরণী ।
ভীষণ বিবেকবান দরাজ হৃদয়
ধরেছিল হাতখানি ছাড়ে'নি কখনো
বসেছিনু হাত ধরে অন্তর সদয়
যতক্ষণ ছিলো কাছে একাগ্র তাকানো ।
হঠাৎ বললে শোনো হয়েছে সময়
এখন উঠতে হবে যেতে হবে দূর .....
ছলছল আঁখি দেখে সে'ও চুপ রয়
আবার আসবে কবে সে অচিনপুর ।
যাবার কালে'ই হলো ব্যথিত যখন
আবার আসবো ফিরে যাই'গো এখন ।