#সৃষ্টি সাহিত্য যাপন#কলমে:মণীন্দ্রনাথ বাগ।#নামকরণ: আমি ফিরে যাবো
----------// আমি ফিরে যাবো //-----------
পায়ে পায়ে অনেকটা পথপেরিয়ে এলাম......আরো কতোটা পথের দিশাএখনো অবিচল অপেক্ষায় যে স্থিরআমার তা আদৌ জানা নেই।
কবে যে এই পথের ক্ল…
#সৃষ্টি সাহিত্য যাপন
#কলমে:মণীন্দ্রনাথ বাগ।
#নামকরণ: আমি ফিরে যাবো
----------// আমি ফিরে যাবো //-----------
পায়ে পায়ে অনেকটা পথ
পেরিয়ে এলাম......
আরো কতোটা পথের দিশা
এখনো অবিচল অপেক্ষায় যে স্থির
আমার তা আদৌ জানা নেই।
কবে যে এই পথের ক্লান্তি
অবসন্ন বিষাদ...সংশয়হীন
জ্যোতির নির্মাল্যে জারিত হবে!
নিরূপিত আনন্দ লহমা চৈতন্যের
বনছায়া ঘিরে উৎসব আনবে! কে জানে!
হয়তো বিধির প্রবক্তাই জানেন সবিস্তারে।
কবে যে এই বৈরাগ্য বেশ
নভোনীলে বৈষ্ণব হবে,তিনিই জানেন
কোথা হে স্বাগত প্রেম
রয়েছো মুগ্ধ-বিস্ময়ে
পরিণত লজ্জার ওড়না ঢেকে!
অথচ,জেনেছি দৈনন্দিনের আলোক
প্রতিমায়, তোমার অভিসার ঘটে
অপরাজিতায়,নন্দিত সৌরভে।
আবলুষ বনরাজিমালা সেও উদগ্রীব
পাতায় পাতায় নবীন পরশ পেতে।
ভালোই করেছো--আমার হাতে
তোমার ঠিকানাটি না রেখে।
আলোর কিনারা ধরে,তাই আজো
ঋদ্ধ সংকল্পে, ফাগুয়া আবেগ
উন্মনা তোমার ভিতরে। আমি হাঁটি--
রেখেই যাবো তোমার হাতে
যাবতীয় বিশুদ্ধ-বেদনা।অবশেষে
পেয়ে যাবো তোমার ঠিকানা।
সূর্যে সূর্যে ধ্বনিত রাগ-সৌরভে
দিগন্ত উদ্ভাসিত হলে,আমার সকল বাসনা
পুষ্পিত হবে, সংস্কৃত হবে যাবতীয় আবেগ।
আমি অবশ্যই ফিরে যাবো ত্বরা আমারই ছায়াঘরে।
-----------।।মণীন্দ্রনাথ বাগ।।--------।।প্রবাসে।।----