Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
“চিৎকার দূর্বার”           আরিফ আহসান                তাং-২০-১২-২০২০ইং
আর্তেরা জাগবে আবার,শহর,বন্দর,গ্রামে;দুর্বারবদ্ধ খাঁচা ভেঙে উড়বার।
আগুনে পোড়া,বুলেটের আঘাত,পক্ষাঘাতগ্রস্থ নির্বিচার;বালুময় ধু-ধু মরুপ্রান্তর…



 সৃষ্টি সাহিত্য যাপন


“চিৎকার দূর্বার”

           আরিফ আহসান

                তাং-২০-১২-২০২০ইং


আর্তেরা জাগবে আবার,

শহর,বন্দর,গ্রামে;দুর্বার

বদ্ধ খাঁচা ভেঙে উড়বার।


আগুনে পোড়া,বুলেটের আঘাত,

পক্ষাঘাতগ্রস্থ নির্বিচার;

বালুময় ধু-ধু মরুপ্রান্তর।

ব্যথা ভরা জীবন,

তবু কেনো নির্বিকার?

চিৎকার চিৎকার চিৎকার।


হাহাকার দুর্বার-

ধুলি ঝড়ে আজ একাকার।

ফুলেদের বলাৎকার,

শ্বাসকষ্টের জ্বালায় জোটে না আর;

অসহায়ের অক্সিজেন সিলিন্ডার!


কণ্ঠ হচ্ছে পুড়ে পুড়ে অঙ্গার,

এখনো সময় আছে,

উঠে দাঁড়াবার।

উঁচু করো মাথা,

উড়ে যাবে সব অগ্নিগার;

মাংস খেকো,অবৈধ মহাপ্লাবন,

আর জরাগ্রস্থ দুর্নীর কারাগার।


      ঢাকা,বাংলাদেশ।