Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

১৯-১২-২০২০
.        •একে প্রত্যাখ্যান বলবে!•               অজয় কুমার দত্ত
যদি বলতে পারতাম~সোহহম স্বামীঅর্থাৎ সেই-ই আমিতাহলে হয়তো তৃপ্তি পেতাম নীলাঞ্জনা!যদি দেখতে পেতাম তোমার কালো চশমার অন্তরালে দু’টি চোখবা ছুঁয়ে থাকতে পারতাম তোমার…


 ১৯-১২-২০২০


.        •একে প্রত্যাখ্যান বলবে!•

               অজয় কুমার দত্ত


যদি বলতে পারতাম~সোহহম স্বামী

অর্থাৎ সেই-ই আমি

তাহলে হয়তো তৃপ্তি পেতাম নীলাঞ্জনা!

যদি দেখতে পেতাম 

তোমার কালো চশমার অন্তরালে দু’টি চোখ

বা ছুঁয়ে থাকতে পারতাম তোমার অনামিকা

তাহলে হয়তো তৃপ্তি পেতাম নীলাঞ্জনা!


কিন্তু আমি যে এক বন্দী বিহঙ্গ

সংসার শিকলে বাঁধা প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ!


তাই যন্ত্রণাকে সুখ মনে করে ছুঁই আকাশ 

আলো হয়ে চুম্বন করি চাঁদকে 

সমুদ্র হয়ে ধারণ করি ঢেউয়ের আলিঙ্গন   

আর বেলাশেষের নীরব ছোঁয়ায় 

আনি সাঁঝবেলার অন্ধকার! 


শাওন ধারায় সুস্নাত রাত নীরবতার শেষে

হতেও পারি হয় তো এক 

অর্ধসফল অভিমন্যু! 

 

কিন্তু কিছুই হওয়া হবে না আমার

এই জীবনে~

ফিরে যাও তুমি নীলাঞ্জনা!

আমি যে শুধুই পোষ মানা এক   

শিকলে বন্দী তুরঙ্গ !

           ←♥→