Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ : কবিতা শিরোনাম:শ্রেষ্ঠত্বের তকমাকলমে: রবীন্দ্র নাথ ঘোষ১৯.১২.২০২০
হিংস্র কি শুধুই বনের পশুতবে কি মানুষ হিংস্র নয়?কেবল মানুষ করেছে রপ্তহিংস্রতা লুকিয়ে রাখার কৃতিত্ব   মন্ত্রমুগ্ধ করা অভিনয়।
 যখন মানুষের ঘ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগ : কবিতা 

শিরোনাম:শ্রেষ্ঠত্বের তকমা

কলমে: রবীন্দ্র নাথ ঘোষ

১৯.১২.২০২০


হিংস্র কি শুধুই বনের পশু

তবে কি মানুষ হিংস্র নয়?

কেবল মানুষ করেছে রপ্ত

হিংস্রতা লুকিয়ে রাখার কৃতিত্ব 

  মন্ত্রমুগ্ধ করা অভিনয়।


 যখন মানুষের ঘৃণ্যতার রূপ

 জনারণ্যে হঠাৎ প্রকাশ পায়

 এই মানুষই যখন নধর শরীর

  মত্ত লালসায় চিবিয়ে খায়

 কেউ কি জানে এসব শুনে

  পশুরা কতটা লজ্জা পায়?


 ঝড়ই কেবল ঘর ভেঙে দেয়

 মানুষ কি কিছুই ভাঙ্গে না?

 সম্পর্কের ঘর ভেঙে দিতে 

 মানুষ দুবার কিন্তু ভাবে না /


 বন্যাই কেবল জগৎ ভাসায়

 মানুষ কি কিছুই ভাসায় না?

মানবতার লাশ কত যে ভাসায়

হিসাব তো তার কেউ রাখে না।


 আগুন কেবল পোড়ায় শরীর

 মানুষ কি কিছুই পোড়ায় না?

 স্বপ্নের শরীর চিতায় জ্বালায়

 প্রবৃত্তির ঘাম কোটরে লুকায়

 মানুষ কি আজ পারবে করতে 

পৃথিবীর শ্রেষ্ঠ জীবের কল্পনা ?