Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম- আমি ভালো নেইকলমে- শান্তনু দাসতারিখ- ২২/১২/২০২০ ইং--------------------------------------------------------------ভালো না থাকার পুরোনো মনভূমে যে রক্তবীজে'র উপর অবহেলা'র ছাইচাপা দিয়ে কিছুকাল ভালো …

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম- আমি ভালো নেই

কলমে- শান্তনু দাস

তারিখ- ২২/১২/২০২০ ইং

--------------------------------------------------------------

ভালো না থাকার পুরোনো মনভূমে যে রক্তবীজে'র উপর অবহেলা'র ছাইচাপা দিয়ে কিছুকাল ভালো থাকার ভানে ভুলে থেকেছি, সেখানে অবারিত অশ্রুরক্তে'র অকাল সিঞ্চনে আজ কতো অঙ্কুর। 

তার বিষাক্ত কচি নীল পাতা'রা আমায় ছুঁয়ে থাকে বিনিদ্র রাতগুলো'য়। 

ছটাকভর তন্দ্রা-ভাঙা মনখারাপি বাতাস প্রতি অর্যমা রশ্মিতে ছড়িয়ে দেয় বিমর্ষতার ছোপ। 


অথচ, উপভোগ্য আকাশটায় মেঘ ছিল না একটুখানি। 

সম্পর্কের বারেন্দ্রভূমে পুরোদমে অস্তিত্ব টিকিয়ে রাখায় যে সমর্পণ ঢেলেছি, সে'সব পদদলিত হয়েছে বারবার। 

জীবনের রঙ্গমঞ্চে জরুরি চরিত্র'রা বেমানান ঠেকেছে বারবার।

অঙ্ক সজ্জায় বে-মরসুমি কুসুমশাখের কন্টকাঘাতে তারতার হয়েছি বারবার। 


ভালোবাসা'র কাঙালপনা'য় হৃদয়ে'র 

দরাজদিলি রাশিকৃত করে রেখেছিলাম, 

যারা ভাগ নিয়ে গেল- হৃদয়ের নৈঋত কোণে প্রত্যয়ন প্রহরের দাঁড়িপাল্লায় কখনো ওজন করে দেখো, ঠিক কে কতটুকু ঠকে আছি। 


শুধু নীড়ে ফেরা পাখিদের ডানা ছুঁয়ে যে বাতাস এ গলিপথ ধরে আলগোছে বয়ে চলে যায়, 

তাকে চুপিচুপি বলতে চাই- 'আমি ভালো নেই...'

------------------------------------------------------------------