Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

"সৃষ্টি সাহিত্য যাপন"#হৃদয় কথা#কবি-অভিজিৎ দাসবিষয়-গদ্য কবিতাতারিগ-২১/১২/২০#################আজ আমার বদ্ধ ঘরে জানালা গুলো খুলতে গিয়েও পারলাম না।দীর্ঘদিন সুখ না আসার মতোই রৌদ্র না আসায়, স্যাঁতস্যাঁতে  জায়গাটা।দূর থেকে…

 


"সৃষ্টি সাহিত্য যাপন"#হৃদয় কথা#কবি-অভিজিৎ দাস

বিষয়-গদ্য কবিতা

তারিগ-২১/১২/২০

#################

আজ আমার বদ্ধ ঘরে জানালা গুলো খুলতে গিয়েও পারলাম না।

দীর্ঘদিন সুখ না আসার মতোই রৌদ্র না আসায়, স্যাঁতস্যাঁতে  জায়গাটা।

দূর থেকে ছুঁড়ে দাও কিছু অদৃশ্য আলো, যাতে ওই স্যাঁতসেঁতে জায়গাটা কিছুটা শুকাতে পারে আর তার সাথে সাথে মনের ক্ষতটা ও।।

যেটা দিন দিন গভীর থেকে গভীরতর হচ্ছে আর সময়ের যাঁতাকলে পিষ্ট হতে থাকে শরীরী অঙ্গ গুলি ,অবশ মন, হৃদয়ে চলছে রক্তক্ষরণ।।

বহুরূপী মুখোশধারী মানুষের মৃত্যু মিছিল, মৌন মিছিলে অসংখ্য লাশ সৎকারের অপেক্ষায়, দূর থেকে   আশার ক্ষীণ আলো জানালার ফাঁক গলে আসতে চাই, মরচে ধরা ছিটকানিটা বিদ্রুপের হাসির ফোয়ারা ছোটাচ্ছে।

স্থান বদলায়, দেশ বদলায় ,বদলায় না খালি অন্ধকারে করাল গ্রাসে বন্দী মূল্যবান সময়।।

না আর পারছি না, জানালাটা করে দাও বন্ধ। অশুভ বিষাক্ত গ্যাসে দম আটকে আসছে। নিতে পারা যাচ্ছে 🌞না পৃথিবীর রূপ রস স্পর্শের অজানা অচেনা গন্ধ।। মনের জানালা দিয়ে দেখতে পাই না মনমুগ্ধকর বৃষ্টিভেজা ময়ূরের নৃত্য। তবু হাপুস নয়নে চাতকের ন্যায় বসে থাকি চির পিপাসিত বাসনার জলছবির প্রতীক্ষায়।।

অসহ্য কষ্ট হয়, যন্ত্রণা কুরে কুরে খায় হৃদয়কে।

চারিদিকে মারণ যঙগ, শূন্য ময়দান, কেউ কোথাও নেই, চারিদিক নিশ্চুপ নিঃস্তব্ধ। উল্লাসে উঠেছে গগনে শকুন, মৃত শরীরে জীবন্ত আত্মায় প্রত্যক্ষ করি ভয়ঙ্কর মৃত্যুর প্রতিচ্ছবি।। প্রার্থনা ছাড়া কিছুই করার নেই আজ।। অসম কাঁটাতারে গাঁথা আজ মন, আকাশে বাতাসে রুদ্র প্রলয় নাচন, জানিনা মুক্তি পাব কবে কখন?

মনের অন্ধকার দূর করতে চায় হাজার ওয়াটের আলো,

কিন্তু অশুভ শক্তির প্রবেশ রুখতে এই মুহূর্তে জানলাটা বন্ধ রাখায় আজ ভালো।।