Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনী-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--২৬
বিভাগ--কবিতাশিরোনাম ----জন্মলগ্নকলমে---শম্পা চট্টোপাধ্যায় ১৫/১২/২০২০
বিকেল গড়িয়ে বিনম্র সন্ধ‍‍্যা ছুঁয়েছে পথ,আড়ম্বর পূর্ণিমার গলা জ‍্যোৎস্নায় ভিজতে ভিজতে ছাদের কার্নিশে!শতাব্দীর বুড়ি ছুঁয়ে শব্দ-অক্ষর …

 


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--২৬


বিভাগ--কবিতা

শিরোনাম ----জন্মলগ্ন

কলমে---শম্পা চট্টোপাধ্যায় 

১৫/১২/২০২০


বিকেল গড়িয়ে বিনম্র সন্ধ‍‍্যা ছুঁয়েছে পথ,

আড়ম্বর পূর্ণিমার গলা জ‍্যোৎস্নায় ভিজতে ভিজতে ছাদের কার্নিশে!

শতাব্দীর বুড়ি ছুঁয়ে শব্দ-অক্ষর ঢেউ তোলে ভাবনার সাথে।

ধ‍্যান সিদ্ধ ইচ্ছেরা সন্ধি বাঁধে সিদ্ধান্তের।

নীরব বন্দনায় এক ঝাঁক সব‍্যসাচী লেখা হয়ে যায় --

জীবনের অঙ্কের সমীকরণের পাতায়।

এক তুলির টানে লিখিত ছবি,

সূর্যাস্তের কমলা বিকেল মনে করিয়ে দেয় নিজের ঠিকানা।

আক্রান্ত পরিশ্রম খুঁজে পায় আমার আপন আস্তানা।

সারারাত মনের অস্ফুট স্বরে অন্ধকার বাতায়নে বসে,

চোখের রেলিংয়ে হেলান দেওয়া রাত চুপিচুপি বিলি কাটে।

ক্লান্ত ধূসর মরুভূমিতে হাহাকার ছুঁয়ে থাকা আমার অস্তিত্বে,

কাঁটাতারে জড়ানো স্মৃতি মাঝে -

জীবনের প্রত‍্যাশার ঢেউ তোলে চেনা বৃত্ত ছন্দে

কখনও  চঞ্চল কখনও অভিমানী বিদ্রুপে।

তাচ্ছিল্য আহত কথা বুনতে বুনতে হয় কখনও কবি কখনও গল্পকার।