Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনী-সম্মাননা

সাপ্তাহিক  কবিতা প্রতিযোগিতা পর্ব-২৬কবিতা -উদ্বাস্তু ইচ্ছে কলমে-আসরূপা মল্লিক এষা১৪.১২.২০২০

ক‍্যালেন্ডারে লাল কালির ওই গোল দাগটার বয়স বাড়ার সাথে সাথে জীর্ণ স্বর্ণলতা উঁকি দেয় কাঁটাবেড়ার ফাঁক দিয়ে...
কথোপকথনে কখন যে অমাবস‍্যার কালো …

 


সাপ্তাহিক  কবিতা প্রতিযোগিতা পর্ব-২৬

কবিতা -উদ্বাস্তু ইচ্ছে 

কলমে-আসরূপা মল্লিক এষা

১৪.১২.২০২০



ক‍্যালেন্ডারে লাল কালির ওই গোল দাগটার বয়স 

বাড়ার সাথে সাথে জীর্ণ স্বর্ণলতা উঁকি দেয় 

কাঁটাবেড়ার ফাঁক দিয়ে...


কথোপকথনে কখন যে অমাবস‍্যার কালো রাত

আয়নার সামনে মেলে ধরেছে দুজনের অবয়ব,

কাঁকড় বিছানো পথে হাঁটতে হাঁটতে পথের শেষ প্রান্তে অবশিষ্ট কুমকুম ঢেকে দিয়েছে তোমার মুখের  ওই ক্ষতচিহ্ন...


রাতের আলো-আঁধারিতে উদ্বাস্তু ইচ্ছেরা হয়েছে সপ্তর্ষিমন্ডলের কোমরবন্ধনীর মতো,

সমুদ্র মন্থন কালে হারিয়ে গেছে  হৃদয় সিঞ্চনকারী মুক্তমালা,,


হিমানীর চাদরে ভেজা ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে জল,

নগ্ন পাহাড় দাঁড়িয়ে দেখছে তোমার -আমার উষ্ণ আলিঙ্গন।

সূর্যটা খোলসের ভিতরে দম বন্ধ হয়ে  কঁকিয়ে ওঠে মাঝরাতে।


ক্ষুধার্ত বাতাস জ্বালাচ্ছে প্রত‍্যাশার দ্বীপ শিখা...

তবু রঙিন মাছেরা স্বপ্নের জাল বুনছে মরুঝড় শেষে।