Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা/২১-১২-২০২০|শিরোনাম ঃ মেঘ শপথ ৷কলমে ঃ গোপেশ রায়৷
মেঘ কি শপথ করেছিল পিরামিড ছুঁয়ে কোনদিন বৃষ্টি ঝরাবে নাসাহারার বুকে !
চাঁদ তুমিতো অকৃপণ, জ্যোৎস্না ছড়াওমেঘকে ডেকে একটু বলে দাও তোমার মতোভেজাতে মরুমাঠ সুখে !
দোসর বিদ্যুতলতাতো  আছে…

 


কবিতা/২১-১২-২০২০|

শিরোনাম ঃ মেঘ শপথ ৷

কলমে ঃ গোপেশ রায়৷


মেঘ কি শপথ করেছিল 

পিরামিড ছুঁয়ে কোনদিন বৃষ্টি ঝরাবে না

সাহারার বুকে !


চাঁদ তুমিতো অকৃপণ, জ্যোৎস্না ছড়াও

মেঘকে ডেকে একটু বলে দাও তোমার মতো

ভেজাতে মরুমাঠ সুখে !


দোসর বিদ্যুতলতাতো  আছে, দেখাবে পথ

উঠগুলি গ্রীবা তুলে শ্রান্ত হবে মাড়াবে

বালুভূমি পথ !


সন্ধ্যা এলে কথা কবে যতো ফ্যারাও আপন

গৃহ অভ্যন্তরে গুনে গেথে মেলাবে কড়ি ও

অসামান্য স্মৃতি রত্নপথ !


চাঁদ তুমি বাসর জাগো তারাদের নিয়ে 

শুনে নিও মেঘ ডাক অনন্য কথামঞ্জুরি

অশ্রুময় বাদল বারি !


©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷ প.ব৷ ভারতবর্ষ ৷ ২১-১২-২০২০|