Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ -কবিতাশিরোনাম-ফিরে যেতে চাইকলমে—জয়া গোস্বামী২১/১২/২০২০
আমি সেই গ্রাম বাংলায় ফিরে যেতে চাই একবার....বাউল ভোরের বেলায় রাস্তায় প্রভাতি গান করে।মনের সুরে রাই জাগো রাই জাগো ...কিংবা যেখানে রৌদের আলো…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিভাগ -কবিতা

শিরোনাম-ফিরে যেতে চাই

কলমে—জয়া গোস্বামী

২১/১২/২০২০


আমি সেই গ্রাম বাংলায় ফিরে যেতে চাই একবার....

বাউল ভোরের বেলায় রাস্তায় প্রভাতি গান করে।

মনের সুরে রাই জাগো রাই জাগো ...কিংবা 

যেখানে রৌদের আলো ছায়া লুকোচুরির খেলা হয়

গাছের পাতার ফাঁকফোকরে ......

ভোরের বেলায় করুণ সুরে ঘুঘুর বিলাপ করে,

মিঠু ওঠ পালি পুর পুর.........

আমি ফিরে যেতে চাই সেই গ্রাম বাংলায়

যেখানে একা থাকে আমার প্রিয় প্রতিক্ষায় রত হয়ে।

আমি ফিরে যেতে চাই....

যেখানে গাছের ডালে বসে পাখির মিষ্টি মধুর কলতানে মনে শিহরণ হয়!

যেখানে ফুলের ওপরে প্রজাপতির অবাধ বিচরণ ভ্রমরের গুনগুনিয়ে গান গাওয়া  .....

আমি ফিরে যেতে চাই সেই গ্রাম বাংলায়

যেথা মরাল মরালী করে আনমনে জলে খেলা ......

গ্রাম্যবধুরা দুপুর বেলায় পুকুর ঘাটে জল ভরতে চলে,

দুরথেকে যে শব্দ ভেসে আসে ......

আমি কান পেতে শুনতে চাই একবার....

হরিণ এসে নিজে থেকে ধরা দেয় বুকের মাঝে

আমি ফিরে যেতে চাই সেই গ্রাম বাংলায়  .......

যেখানে নতুন ধানে হয় নবান্ন বধুরা ঘরে 

ঘরে করে আনন্দ ....

আমি ফিরে যেতে চাই....

ভোরের শিশিরে গাছে গায়ে মুক্ত ঝরা আমি দেখতে। 

চাই ঘন কুয়াশার ঘোমটা পরে গাছের দলবেঁধে  দাঁড়িয়ে থাকা ........

আমি দেখতে চাই একবার আমার সোনার 

বাংলাদেশকে মুগ্ধ  নয়নে......