২৮তম জাতীয় নাট্য উৎসব মহিষাদলে। চারদিন ব্যাপী এই নাট্য উৎসবে থাকছে নাট্য বিষয়ক আলোচনা সভাও।
দীর্ঘ করোনা পরিস্থিতি কাটিয়ে নিউ নর্মালে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার মহিষাদল শিল্পকৃতির উদ্যোগে মহিষাদল নাট্য মঞ্চে শুর…
২৮তম জাতীয় নাট্য উৎসব মহিষাদলে। চারদিন ব্যাপী এই নাট্য উৎসবে থাকছে নাট্য বিষয়ক আলোচনা সভাও।
দীর্ঘ করোনা পরিস্থিতি কাটিয়ে নিউ নর্মালে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার মহিষাদল শিল্পকৃতির উদ্যোগে মহিষাদল নাট্য মঞ্চে শুরু হলো "জাতীয় নাট্যোৎসব"। চলবে আগামী ৩০ শে জানুয়ারী শনিবার পর্যন্ত। বিহার, উড়িষ্যার,ছত্রিশগড় এর পাশাপাশি রাজ্যের মোট এগারোটি নাট্যদল জাতীয় নাট্যোৎসবে অংশগ্রহন করবে। প্রতিদিন সাড়ে পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত নাট্যোৎসব চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব কমলেশ দে,স্বপন মাইতি
মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলী দাস, সহ সভাপতি তিলক চক্রবর্তী, সমাজসেবী ছবিলাল মাইতি সহ অন্যান্যরা। করোনা পরিস্থির কারনে আমরা বড় করে নাট্যোৎসব করতে পারছি না। নাট্যোৎসব প্রসার ও প্রচারের লক্ষ্যে ধারাবাহিক ভাবে গত ২৮ বছর ধরে আমরা নাট্যোৎসব করে চলেছি।নিউ নর্মাল হলেও সরকারি নিয়ম মেনেই প্রেক্ষাগৃহে দর্শকদের প্রবেশ করানো হয় বলে জানান সংস্থার কর্ণধার সুরজিত সিনহা। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত নাট্যদলের পাশে দাঁড়িয়েছে। রাজ্যে মোট চারশো নাট্যদল কে 50 হাজার টাকা করে অনুদান দিয়েছে রাজ্য সরকার। নাটকের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে এই নাট্য উৎসবের আয়োজন।