Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নববীর এ্যাথালেটিক ক্লাবের উদ্যোগে রক্তদান ‌শিবির

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : করোনা আবহে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে মানবিক মুখ নিয়ে এগিয়ে এলো মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চকের প্রাচীন ক্লাব নববীর এ্…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : করোনা আবহে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে মানবিক মুখ নিয়ে এগিয়ে এলো মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চকের প্রাচীন ক্লাব নববীর এ্যাথালেটিক ক্লাব। রবিবার জগন্নাথ মন্দির চকে ক্লাবের নবনির্মিত ভবনে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির।এই শিবিরে তিন জন মহিলা সহ মোট তেতাল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন। 


এদিনের শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা সেলিব্রিটি ক্রিকেট লীগের কোচ সুশীল শিকারিয়া, স্থানীয় এলাকার প্রাক্তন কাউন্সিলর সমাজসেবী সৌমেন খান, ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের জেলা সভাপতি অসীম ধর, প্রধান শিক্ষক চন্ডীচরণ ত্রিপাঠীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক আশীষ মাজী, সভাপতি পৃথ্বীশ দাস, কোষাধ্যক্ষ সোমনাথ দত্তসহ ক্লাবের অন্যান্য সদস্যরা ও শুভানুধ্যায়ীরা। এদিন রক্তসংগ্রহ করেন মেদিনীপুর ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। শিবির আয়োজনে সহযোগিতা করেন ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম।