Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনী-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা ২৯কবি: অমলেন্দু কর্মকারকবিতা: বিশ্বায়ন ১৪/০১/২০২১
বিকৃত সব রুচির ফাঁদে সমাজ ডুবু ডুবু;স্পষ্টবাদীর ভাষা যখন প্রলাপ সম হায়-বিশ্বায়নের প্রবল তোড়ে লজ্জা হারায় কভু;নর-নারী সবাই কেমন অসহিষ্ণু উচ্ছৃঙ্খল প্রায়।

 


সাপ্তাহিক প্রতিযোগিতা ২৯

কবি: অমলেন্দু কর্মকার

কবিতা: বিশ্বায়ন ১৪/০১/২০২১


বিকৃত সব রুচির ফাঁদে সমাজ ডুবু ডুবু;

স্পষ্টবাদীর ভাষা যখন প্রলাপ সম হায়-

বিশ্বায়নের প্রবল তোড়ে লজ্জা হারায় কভু;

নর-নারী সবাই কেমন অসহিষ্ণু উচ্ছৃঙ্খল প্রায়।


অপাংক্তেয় জনরুচির মর্মমূলে হানো, কুঠার হানো...

কৃষ্টি টুকু নাই ভাসালে, ভবিষ্যতের জন্য কিছু রাখো।

সংস্কৃতির ধর্ষণে আর নাই এগোলে; ঐতিহ্যকে মানো...

বিবেক দুয়ার থাকুক খোলা, আবেগটাকে প্রশ্ন করে দ্যাখো।