Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনী-সম্মাননা

সাপ্তাহিক সেরা লেখনি কলম সম্মাননা পর্ব–২৯
বিষয়– বিশ্বায়ন
শিরোনাম– বিশ্বায়ন
কলমে –সর্বদমন বোস তারিখ–১৫/১/২১
প্রাগৈতিহাসিক জগত থেকে আজকের পৃথিবী,আদম ইভ এর হাত ধরে হল শ্রেষ্ঠ মানব মানবী,উলঙ্গ থেকে প্রস্তর যুগ হয়ে রূপান্তরিত ধরণী,ভয়াল…

 


সাপ্তাহিক সেরা লেখনি কলম সম্মাননা পর্ব–২৯


বিষয়– বিশ্বায়ন


শিরোনাম– বিশ্বায়ন


কলমে –সর্বদমন বোস

 তারিখ–১৫/১/২১


প্রাগৈতিহাসিক জগত থেকে আজকের পৃথিবী,

আদম ইভ এর হাত ধরে হল শ্রেষ্ঠ মানব মানবী,

উলঙ্গ থেকে প্রস্তর যুগ হয়ে রূপান্তরিত ধরণী,

ভয়ালাকৃতি প্রাণী , অগুনতি বছরে পেল অবলুপ্তি।


বিজ্ঞানের আশীর্বাদ হয়েছে কত শত পরিবর্তন,

শিক্ষাদিক্ষা , কলকারখানায় বিপুল উৎপাদন,

স্থলে জলে আকাশে কোথায় কি– পর্যবেক্ষণ,

গ্রহাণু গ্রহর অবস্থান ,মহাকাশে দেখে অণুবীক্ষণ।


জন্মনিয়ন্ত্রণ হয়, মরণ হইলো ও বাঁচিয়ে রাখে,

ব্যবসায়িক পরিকাঠামো?নাকি সত্যি হয়ে থাকে,

জীবাণুর জীবন, বিজ্ঞান ক্ষিপ্রতায় পরাভূত করে,

অনাহার কিংবা মড়ক, সবই মানুষের নিয়ন্ত্রণে।


যদি না হয় সন্তান– চিন্তা তাতে কি আছে,

জনক জননী সন্তানেরে পায় কৃত্রিমভাবে,

যুবক স্বপ্নে দেখে সে হয়ে গেছে যুবতী,

যুবতীও দেখে, স্বপ্নের সার্থক রূপ পায় বিজ্ঞানে।


জন্ম হতে গিয়ে আর মরতে হয় না সন্তানেরে,

মা হয় না সন্তান খাকি,পরেনা পরিবারের কোপে,

বৈদ্য কবিরাজ নয়, ডাক্তার তৈরি চিকিৎসা সদনে,

নিমেষে পেট ফালা করে  সন্তান দেয় মায়ের কোলে।


শত্রু বেশে হয়না আগমন আর তরবারি বল্লম হাতে,

ছোটেনা ঘোড়া ধায়না হাতি দখল বা পুনর্দখলে,

জীবাণু বোমা হাইড্রোজেন বোমা মারে মানুষেরে,

নাগাসাকি হিরোশিমা বা ভূপাল ধ্বংস অপব্যবহারে।


উন্নয়নের জোয়ারে মানব বাঁচে আজকের বিশ্বায়নে,

প্রকৃতি ধ্বংস উষ্ণ বাতাবরণে, বরফ পরিণত জলে,

সবার পিছনে ছোটে মস্তিষ্ক– আশ্চর্য বিশ্বায়ন করে,

শ্রেষ্ঠ বিশ্বায়ন কি? বৃদ্ধ-বৃদ্ধা রে পাঠিয়ে বৃদ্ধাশ্রমে?