দৈনিক কবিতা প্রতিযোগিতাকবিতা:-তোমার দেখানো পথেকলমে:- রঞ্জন ঘোষতারিখ:-২৬/০১/২১
মাগো তুমি আমার নয়নমণি, আমার পরশমণি,জীবনের সব শিক্ষা মাগো তোমার থেকেই জানি।আমার কাছে তুমি মাগো সবথেকে বেশি দামী,তোমার পরশে মানুষ হবার চেষ্টা করেছি আমি।
ত…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতা:-তোমার দেখানো পথে
কলমে:- রঞ্জন ঘোষ
তারিখ:-২৬/০১/২১
মাগো তুমি আমার নয়নমণি, আমার পরশমণি,
জীবনের সব শিক্ষা মাগো তোমার থেকেই জানি।
আমার কাছে তুমি মাগো সবথেকে বেশি দামী,
তোমার পরশে মানুষ হবার চেষ্টা করেছি আমি।
তুমি তো মা শিক্ষা দিয়েছো, দিয়েছো পথের খোঁজ,
সেই পথ ধরে ধীরে ধীরে আমি এগিয়ে চলছি রোজ।
এমনভাবেই পেয়েছি আমি জীবনের মহা শিক্ষা,
সঠিক পথে চলার জন্য নিয়েছি তোমার কাছে দীক্ষা।
জন্মদাত্রী আর দেশমাতৃকা আজ দুয়ে মিলে একাকার,
তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে করি সেবা জনতার।
তুমিই শিখিয়েছো ভালোবাসো সবে, ভালোবাসো দুখীজনে,
ভালোবাসা দিয়ে, কাছে টেনে নিয়ে, আনন্দ দাও মনে।
ঘৃণা মানুষকে শুধু অমানুষ করে,
বলিয়াছো তাহা তুমি বারেবারে।
তোমার দেখানো সেই পথ ধরে যাবো,
নিশ্চিত আমি সে পথেই মুক্তি খুজে পাবো।