দৈনিক কবিতা প্রতিযোগিতা শিরোনাম--২৬শে জানুয়ারী কলম--সৌমিত্র আচার্য তারিখ--২৬|০১|২১২৬শে জানুয়ারী
হাজার অভিযোগ , প্রতিদিন , প্রতি মুহূর্তে ...অসহায় মায়ের চোখের জলে এখনো ভেসে চলেছে পদ্মা থেকে গঙ্গা ..যে অধিকার রক্ষিত আছে সংবিধানের প…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনাম--২৬শে জানুয়ারী
কলম--সৌমিত্র আচার্য
তারিখ--২৬|০১|২১
২৬শে জানুয়ারী
হাজার অভিযোগ , প্রতিদিন , প্রতি মুহূর্তে ...
অসহায় মায়ের চোখের জলে এখনো ভেসে চলেছে পদ্মা থেকে গঙ্গা ..
যে অধিকার রক্ষিত আছে সংবিধানের পাতায় আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ওদের কথায়..
নেই কোন প্রজার অধিকার শুধু রাজার দরবার চলছে চলবে..
তবু থাকি মেতে প্রজাতন্ত্রের স্বাধীনতায় রঙিন ২৬শে জানুয়ারি ...
এখোনো রক্তের দাগ লেগে থাকে রোজ জাতের লড়াইয়ে,
কোন কন্যা ভ্রণ অক্ষত নেই ভারত তুমি তো মায়ের নাম..
যারা বলিদান দেয় সীমান্তে আধপোড়া রুটি আর দুঃস্বপ্নের রাতে নেই কোন প্রদীপের আলো...
ওরা মূর্তি ভাঙে মুছে দিতে চায় স্বাধীনতার ইতিহাস
বাদ নেই ক্ষুদিরাম থেকে ভগৎ সিংয়ের আত্মবলিদানের ইতিহাস...
কৃষক তার অধিকারে কালো পিচের রাস্তায় লাল রক্তের দাগে শহীদ হচ্ছে প্রত্যহ .....
কোথায় আমার গণতান্ত্রিক অধিকার ....
তবু আছি ভারত মায়ের কোলে আশার আলো বুকে নিয়ে ...
আসবেই সেই ভোর প্রজার সুরক্ষা নিয়ে ...
****সৌমিত্র আচার্য@@@#