Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

অহংকারী/বিষ্ণুপদ ব্যানার্জী
সম্মান যার আছে,সে সম্মানহানির কথা ভাবে,ছলে - বলে - টাকাতে হয় কি বশ!বিদ্রোহ তো হবেই,পুড়িয়ে ফেলবে সব!নি: চিন্হ হবে শাসকের আসন,ভেঙে পড়বে চূর্ণ বিচূর্ণ হয়ে,থাকবে কোথায় অহংকার, মিথ্যাচার!টাকাতে হয়না স…

 


অহংকারী/

বিষ্ণুপদ ব্যানার্জী


সম্মান যার আছে,

সে সম্মানহানির কথা ভাবে,

ছলে - বলে - টাকাতে হয় কি বশ!

বিদ্রোহ তো হবেই,

পুড়িয়ে ফেলবে সব!

নি: চিন্হ হবে শাসকের আসন,

ভেঙে পড়বে চূর্ণ বিচূর্ণ হয়ে,

থাকবে কোথায় অহংকার, মিথ্যাচার!

টাকাতে হয়না সব,

চাই প্রেম, ভালোবাসা,

যাদের করেছ শোষণ,

দাওনি যাদের পাওনা কড়ি,

ক্ষমা চাও তাদের কাছে,

তবে তো মুক্ত হবে,

ওরে পাপী সত্য যে কঠিন,

যখন আসবে সময়,

বুঝে নেবে সে তার হিসেব।

ফিরিয়ে দে গরীবের মুখের গ্রাস,

না হলে হবে যে মহা সর্বনাশ!

ইতিহাস আছে সাক্ষী,

পাবিনা ক্ষমা সময়ের কাছে!

হিসেবের খাতা তে সবই লিখা আছে।