Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সত্যিই কী তাই ?                প্রদীপ সেন      আগরতলা, ১৯-০১-২০
এই যে দিনের পর দিন কাগজে আঁচড় কেটে কেটে ছাই-পাশ লিখে যাইযে-উদ্দেশ্য নিয়ে লেখা, বরফ গলবে বলে প্রত্যাশায় থাকা সত্যিই কী তাই? বরফ গলছে কোথায়? সবই তো ভস্মে ঘি ঢালা। মাঝে …



সত্যিই কী তাই ?

                প্রদীপ সেন 

     আগরতলা, ১৯-০১-২০


এই যে দিনের পর দিন কাগজে আঁচড় কেটে কেটে 

ছাই-পাশ লিখে যাই

যে-উদ্দেশ্য নিয়ে লেখা, 

বরফ গলবে বলে প্রত্যাশায় থাকা 

সত্যিই কী তাই? 

বরফ গলছে কোথায়? সবই তো ভস্মে ঘি ঢালা। 

মাঝে মাঝে মনে হয় এ যেন উলু বনে মুক্তো ছড়ানো।

কালাদের আসরে তানসেনি তান

অন্ধদের সামনে পিকাসো আর লিওনার্দো দ্য ভিঞ্চির

চিত্রপট মেলে ধরা। 

গলির পাগলটা বৃদ্ধাঙ্গুষ্ঠ নেড়ে নেড়ে বলে

ঘন্টা হবে ঘন্টা বাজিয়ে

সে রামও নেই, নেই সে অযোধ্যাও।

মনটা মোচড় দিয়ে ওঠে। 

ভাবছি এখনও সেই লেখাটাই লেখা হয়ে উঠেনি হয়তো

যা অন্ধ আর কালাদের বোধ্য ও শ্রাব্য হবে।