Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

গদ্যকবিতাশিরোনাম- সেই ছেলেটিকলমে- সৌমেন চক্রবর্তী২১/ ১/২১_____________________
রবিবারের ভরা বাজার, মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। ঝকঝকে রঙীন শীতবস্ত্র পড়ে সকলে শপিং মলে মজা করছে। হঠাৎ তাল কাটলো একটি অর্ধনগ্ন বাচ্চা ছেলের আগ…

 


গদ্যকবিতা

শিরোনাম- সেই ছেলেটি

কলমে- সৌমেন চক্রবর্তী

২১/ ১/২১

_____________________


রবিবারের ভরা বাজার, 

মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। 

ঝকঝকে রঙীন শীতবস্ত্র পড়ে সকলে শপিং মলে মজা করছে। 

হঠাৎ তাল কাটলো একটি অর্ধনগ্ন বাচ্চা ছেলের আগমনে। 

শরীরের নিম্ন ভাগ কোনোরকম ভাবে আবৃত থাকলেও উপরিভাগ সম্পুর্ন ফাঁকা। 

সারা শরীরে ময়লা জমে একটা বিশ্রী গন্ধ চারিদিকের বাতাসে মিলিয়ে যাচ্ছে। 

শরীরের সাদা খোলস, অনেকদিন সাবান না মাখার জানান দিচ্ছে। 

মাথার চুলগুলো পরিচর্যার অভাবে একে অপরকে আলিঙ্গনে আবদ্ধ করেছে। 

ঝকঝকে পোষাকের মানুষগুলো স্বভাব বশতঃ তার থেকে খানিকটা দূরে স্বচ্ছন্দ। 

কিন্তু বাচ্চা ছেলেটির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। 

সে আপন ভঙ্গিমায় হাত পেতে পয়সা চাইছে, আর মাঝে মাঝে বাটি নাড়াচ্ছে। 

নিরাপত্তারক্ষীরা দেখতে পেয়ে ছেলেটিকে লাঠি মেরে মেরে বের করে দিলো। 

কেউ প্রতিবাদ করলো না, উল্টে সবাই বললে 'বেশ করেছে, বের করে দাও, আপদটাকে'। 

শীতের দিনে খালি গায়ে লাঠির ঘা খেয়ে ছেলেটি যন্ত্রনায় কাঁদতে লাগে। 

এক সহৃদয় মানুষ মলের বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে তাকে দশটি টাকা দেয়। 

সে আনন্দে ছুট্টে গিয়ে দূরে বসা তার মায়ের কাছে পৌঁছায়। 

একটি ছোটো বাক্সে তার পাওয়া টাকাটি  সে জমিয়ে রাখে। 

যে লোকটি টাকা দিয়েছিলেন, গিয়ে জিজ্ঞেস করেন সে টাকাটি বাক্সে জমিয়ে রাখছে কেন? 

উত্তরে বাচ্চা ছেলেটি জানালো,- 'বাবু আমি টাকা জমিয়ে মায়ের জন্য কম্বল কিনবো। 

এই শীতে যে মায়ের খুব কষ্ট হয়। '

'আপনার দশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা হলো, আর দেড়শো টাকা হলেই হবে। '

ভদ্রলোক শুনে অবাক হয়ে গেলেন। 

যে ছেলের নিজের গায়ের জামাটুকু নেই, সে তার মায়ের কষ্ট নিরসনের জন্য কতো মারটাই না খেলো। 

হায়রে আমার ব্যর্থ সমাজ, 

যতই পড়ো পূরাণ, নমাজ।