Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম = ভাগ্যবিধাতারচনা=তুহিনা চক্রবর্তী  তারিখ=২০/১/২০২১
সবাই নিদ্রামগ্ন আমারও ঘরের চার দেওয়াল বেয়েনেমে আসছে অন্ধকার।পরিচিত মানুষ গুলো মুখ লুকিয়ে ছুটছে এদিক ওদিক।অস্থিরতা বড়ই অস্থিরতা।
কেউ অসহায় হয়ে ছুটছে আপন অস্তিত্বের খোঁজে।কে…

 


শিরোনাম = ভাগ্যবিধাতা

রচনা=তুহিনা চক্রবর্তী 

 তারিখ=২০/১/২০২১


সবাই নিদ্রামগ্ন 

আমারও ঘরের চার দেওয়াল বেয়ে

নেমে আসছে অন্ধকার।

পরিচিত মানুষ গুলো মুখ লুকিয়ে 

ছুটছে এদিক ওদিক।

অস্থিরতা বড়ই অস্থিরতা।


কেউ অসহায় হয়ে ছুটছে আপন অস্তিত্বের খোঁজে।

কেউবা অস্থির হয়ে শূন্যের

মাঝে বিন্দু খোঁজে।

কেউবা কর্তব্যের মস্তক সযত্নে 

ছিন্ন করে চলেছে অবিরত।


হে ভাগ্যবিধাতা__  তুমি অচিরেই মুচকি হেসে আপন লীলায় মেতে আছো প্রতিনিয়ত।।


সময়ের এই করুণ পরিহাস

আমাকে বিচলিত করেছে,তবে

দুর্বল করতে পারেনি,আঁচড় কেটেছে মনে,তবে হৃদয়কে চূর্ণ করতে পারেনি।আমি শীতল হৃদয়

সেঁকেছি প্রদীপের আলোয়।

হে ভাগ্যবিধাতা তোমার আলোতে

আলোকিত করেছি অন্তর।

তাই  বিচার নয় কেবলই ক্ষমাভিক্ষা

চাইবো নিরন্তর।


তুহিনা✍