Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযযোগিতাবিভাগঃ কবিতাবিষয়ঃ উম্মুক্তশিরোনামঃ বিষ ফোটা ফলকবিঃ মির্জা মোশাররফ হোসেনতারিখঃ ১৯/০১/২১ ইং^^^^^^^^^^^^^^^^^^^^^^^আতাফল চোখ ঠোঁটে ফোঁটেঠোঁটে মেলে আয়না,কারুকার্যময় শরীর নিতম্বতেচেনা কিরে যায় না ৷
অহমিকার আড়ালে…

 


দৈনিক কবিতা প্রতিযযোগিতা

বিভাগঃ কবিতা

বিষয়ঃ উম্মুক্ত

শিরোনামঃ বিষ ফোটা ফল

কবিঃ মির্জা মোশাররফ হোসেন

তারিখঃ ১৯/০১/২১ ইং

^^^^^^^^^^^^^^^^^^^^^^^

আতাফল চোখ ঠোঁটে ফোঁটে

ঠোঁটে মেলে আয়না,

কারুকার্যময় শরীর নিতম্বতে

চেনা কিরে যায় না ৷


অহমিকার আড়ালে লুকায় 

কিছু পুরুষ জাত,

টিনেজ রাতে দেয় ধরা তার

একাকিত্বে বাড়ায় হাত ৷


ইচ্ছেরা শাসন করে তাদের

দাড়ি গোঁফে যায় দেখা,

পুরুষ আলো আঁধারে ছায়া

তাতে কি যায় লেখা ৷


সভ্যতার মজমাতে বেফাঁসের

সব পুরুষের হাল,

এটা শুধু আজ নয় ছিল সেটা

অনন্ত আদিকাল ৷


কবিতায় তোর যতো আপত্তি

লেখা দেখে তাই,

তলে তলে পর্ণোগ্রাফি দেখা

গোপনেতে ভুল নাই ?


তরতরে বাড়ে সব ঘর দোরে 

অকাতরে কাল সাপ,

ফনা তুলে লকলকে ছোবলে

কি নাই পাপ ?


তোমার শরীর ঠিক থাকে কি

বলো বাবু সাব,

চোখে অনেক আলো ভিতরে

নিকষ কাল সাপ ৷


মাকড়সার জাল ছিঁড়ে বের

হয়ে বলে যাই তাই,

সারা পৃথিবীময় ভালো যত

অগ্নুৎপাতে হবি ছাই ৷


কাঙ্গাল হবে তোমার পৃথিবী

মুখোশের যত বর্বর,

তোর ভেতর জানোয়ার উঠা

বেড়ে সদা উর্বর ৷


নিঃশ্বাসে বয়ে যাওয়া সওয়া

মুখে শোকাক্রান্ত,

তোদের মতো যারা তারা শুধু 

ওরে নরাধম ভ্রান্ত ৷

^^^^^^^^^^^^^^^^^