Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনামঃ-গতিকলমে -গৌরীশংকর মাইতিতারিখ-১৯/১/২০
পৃথিবী নিজ অক্ষের চারিদিকেলাট্টুর মতো ঘুরতে ঘুরতেআপন কক্ষপথে সূর্যের চারিদিকেআবর্তন করে চলেছে।অবিরাম সে গতি--চলায় কোনো ক্লান্তি নেইথামার কোনো প্রশ্ন নেই।সময়ও চলেছে আপন গতিতেঘড়ির কাঁ…

 


শিরোনামঃ-গতি

কলমে -গৌরীশংকর মাইতি

তারিখ-১৯/১/২০


পৃথিবী নিজ অক্ষের চারিদিকে

লাট্টুর মতো ঘুরতে ঘুরতে

আপন কক্ষপথে সূর্যের চারিদিকে

আবর্তন করে চলেছে।

অবিরাম সে গতি--

চলায় কোনো ক্লান্তি নেই

থামার কোনো প্রশ্ন নেই।

সময়ও চলেছে আপন গতিতে

ঘড়ির কাঁটার টিক টিক শব্দে

সেকেন্ড, মিনিট, ঘন্টায়-

দিন, মাস, বছরে, শতাব্দীতে-

থামবে না বা স্তব্ধ হবে না

গতিশীলতা বজায় থাকবে।

যেমন মানুষ তার জন্মের পর থেকে

ধীরে ধীরে এগিয়ে যায় মৃত্যুর দিকে

রেখে যায় একটা প্রজন্মকে

জন্ম মৃত্যু জন্ম জন্মান্তর ধরে

চলতে থাকবে গতি।

গতি অনন্ত, গতি অফুরন্ত

তার লয় নেই, তার ক্ষয় নেই।

গতিশীলতাই জীবন,

গতিহীনতাই মরণ।