Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

রক্তকরবী----------------আমি এখনো বন্দী আছি , বন্দী আছি নিজের জমানো পাহাড়েবন্দী আছি আকণ্ঠ চড়া আলোয় আপাত সুখের কারাগারেনন্দিন , তুমি আজ ও আছো ?তোমার খোঁজে আজ আমি নেমে এসেছি কারাগার থেকে এখানে-এখানে মৃত্যু হানা দেয় বার বার।একদিন …

 


রক্তকরবী

----------------

আমি এখনো বন্দী আছি , বন্দী আছি নিজের জমানো পাহাড়ে

বন্দী আছি আকণ্ঠ চড়া আলোয় আপাত সুখের কারাগারে

নন্দিন , তুমি আজ ও আছো ?

তোমার খোঁজে আজ আমি নেমে এসেছি কারাগার থেকে এখানে-

এখানে মৃত্যু হানা দেয় বার বার।

একদিন এখানে সোনার ধান ছিল , ঋতুপার্বনে পৌষালি গান ছিল ,

সুখ ছিল , বিশু পাগল ছিল , লাল মাটি ছিল

আর ছিলে তুমি - রঞ্জনের আশার প্রদীপ জ্বালিয়ে -- ।

নন্দিন , তুমি আজ ও আছো ?

তোমার অদেখা নায়কের জন্য ছোট্ট এক প্রদীপ জ্বালিয়ে ?

হাতে কানে গলায় কিশোরের দেয়া রক্তকরবীর মঞ্জরী,

বাঁশিতে বিশু পাগলের সুর।

দূর থেকে ভেসে আসা সোঁদা মাটির ঘ্রান , উতল হয়ে ফিরছিলো রিতুফসলের দিন আর। ......

এখানে এখনো তোমার মেয়েবেলার আম পোড়া খাওয়া দুপুরবেলা , শৈশবের ছায়ানীড়--

নন্দিন সময় পেরিয়েছে অনেক অ - নে - ক।

রঙ্গীন বন্দরে বয়স্ক শহরে আজ ও লোহার গরাদের পেছনে আমি নিয়ে বসে আছি আমার সমস্ত স্বপ্নাবেশেষ।

বিগত সাতদশক ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছি সেই স্বপ্ন ,

জমতে জমতে অচলায়তনের সামনে আরো একটা পাহাড় , জঞ্জালের ..

নন্দিন , অথৈ প্রবাসের অকারণ আঁচড়ে বন্দিনী তুমি আজ

পারাপার বন্ধ হয়ে গেছে - স্তব্ধ ফেরিঘাট

তোমার আঁচলে বাঁধা লৌহবলয় - জঞ্জালের স্তুপ , চোখে অযত্নের ছানি

আজ ও বসে আছো অবিরত --

তোমার সাথে আমিও অপেক্ষায়

আমিও আশায় এক নতুন রক্তকরবীর ।

....................

খুব দরকার।

শ্রীপর্ণা