Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#প্রতিদিনের_জীবন।#ধনঞ্জয়_ঘোষাল।#তারিখ_26_01_21#বিভাগ_গদ্যকবিতা।
প্রতিদিন সূর্যের অস্তাচল দেখি  তার আগে গোধূলি আসে,বিকেলের শেষের দিকে ; এখন আর গোধূলি নেই গরুর বাড়ী ফেরার সময় তাদের খুরের ঘষালেগে যে ধুলো উড়তো ,সেই বেলাইগোধূলি বেলা--এ…

 


#প্রতিদিনের_জীবন।

#ধনঞ্জয়_ঘোষাল।

#তারিখ_26_01_21

#বিভাগ_গদ্যকবিতা।


প্রতিদিন সূর্যের অস্তাচল দেখি  

তার আগে গোধূলি আসে,বিকেলের 

শেষের দিকে ; এখন আর গোধূলি নেই 

গরুর বাড়ী ফেরার সময় তাদের খুরের 

ঘষালেগে যে ধুলো উড়তো ,সেই বেলাই

গোধূলি বেলা--এখন পথের ধুলো নেই ;

আর কেউ গরুও পোষে না আর 

দুধের প্যাকেট আসে ভোরের সময়।


অথচ, সেই একই পথ,এঁদো গলি,

স্যাঁতসেঁতে দেয়ালে আঁকিবুকি 

দোকানের হিসেব,চাল ডালের হিসেব এইসব লেখা- 

এখনও দুর থেকে ভেসে আসে 

মাতালের চেঁচামেচি--কোলাহল 

গালাগাল--অসংলগ্ন বাক্যালাপ ; 

যত দিন সূর্যের সাথে আনাগোনা 

যত দিন রাত্রি আর দিনের--

কানামাছি খেলা-- ততদিন একই 

চালচিত্র--সভ্যতা এগিয়ে গেলেও

সস্তার রঙ মেখে এঁদো গলিতে 

লম্ফের আলো ধরে মুখে 

দাঁড়িয়ে থাকে আজও--সাবি,রোকেয়া 

সাবিনা,কল্যাণী,মালা 

এঁদো গলিতে সস্তার রঙ মেখে।


সমুজ্জ্বল রাতের রঙিন আলোর চেয়ে 

স্যাঁতসেঁতে গলি ঢের ভালো কি?

শোবার ঘরের দেয়ালে দড়িতে টাঙানো 

রঙচটা শায়া--শাড়ি আর আড়ময়লা 

কিছু কাপড়--নোংরা দেয়ালে 

নগ্ন নারীর ছবি--বুক হাত দিয়ে ঢাকা।

চিরায়ত বলে আর কিছু হয়না 

স্রেফ এই চালচিত্রটা কিন্তু চিরায়ত।

গোলাপের চেয়েও পচা মাছ, 

বাসি উচ্ছিষ্ট খাবার বেশ খুশবুদার-

এখনো এদের কাছে।


তবুও প্রতিদিন সুর্য ওঠে, ভোর হয়,

সূর্যের উদয় হলে দিন আসে--

দিন চলেও যায়-- 

রাত্রি আর ভোরের মাঝে কিছুক্ষণ 

সাময়িক মৃত্যু আসে নিঃশব্দে নীরবে।

অনিচ্ছায় আবারও উঠতে হয়,

চোখ মেলে দেখতে হয়--

রুগ্ন শীর্ণ শিশুর কচি কচি হাত পাতা 

কোলে ছমাসের বাচ্চা আর পেটে 

আর একটা বেড়ে উঠছে ;

ধুর ! আর ভালো লাগে না--

এর চেয়ে মরে যাওয়া ঢের ভালো।


উখরা:বর্ধমান:

পশ্চিম বাংলা :

ভারত।