কবিতাঃ সন্ধানকলমেঃ শর্মিলা রায় তারিখঃ২/১/২০২১
আমি হৃদয়ের অন্তঃস্হল খুঁড়ে ছিন্নভিন্ন করতে চাইছি বিষণ্ণতার মেঘমালা।হৃদয়ের ছাইরঙা আকাশে ছড়িয়ে দিতে চাইছি কমলালেবুরঙা রোদ।আঁতিপাতি খুঁজছি, কোলাহলের ঘূর্ণি - স্রোতেহারিয়ে যাওয়া শত সহস্র…
কবিতাঃ সন্ধান
কলমেঃ শর্মিলা রায়
তারিখঃ২/১/২০২১
আমি হৃদয়ের অন্তঃস্হল খুঁড়ে
ছিন্নভিন্ন করতে চাইছি বিষণ্ণতার মেঘমালা।
হৃদয়ের ছাইরঙা আকাশে
ছড়িয়ে দিতে চাইছি কমলালেবুরঙা রোদ।
আঁতিপাতি খুঁজছি, কোলাহলের ঘূর্ণি - স্রোতে
হারিয়ে যাওয়া শত সহস্র চেনা অচেনা মুখ।
খুঁজছি, মহাশূন্যের নীচে তোমার অলৌকিক উপস্থিতি।
তুমি এসো, অন্ধকারের বুক বিদীর্ণ করে।
এসো, মায়াবী আলোর ছায়াপথ ধরে।
গ্রন্থিতে বাঁধো, বাংলা কবিতার শতচ্ছিন্ন পান্ডুলিপি।
ফিরিয়ে দাও বাংলা কবিতার অনন্ত বৈভব।
বিষাদের মাটিত রোপণ করো হর্ষের বীজ।
পুরনোকে নতুন করে পাওয়ার মধ্যে দিয়ে
দাও সমগ্রতার সন্ধান।
সময়ের গর্ভে হারিয়ে যাওয়া স্মৃতি,
আবারও ফিরুক রূপকথার রঙে রঙিন হয়ে।