Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক সাহিত্য যাপনবিষয় _ নিবন্ধনাম _ মনোরম মধ্যাহ্ন লেখিকা _ লিপিকা দত্ত সরকাররচনা কাল _ 4. 1. 2019তারিখ_ 8. 1. 2021
আমাদের প্রত্যেকের জীবনে যে মানুষ বা বস্তু সম্পূর্ণভাবে নিজের এবং যতটুকু সময়ের জন্য নিজের--- তা কখনো কোনভাবেই কেউ …

 


দৈনিক সাহিত্য যাপন

বিষয় _ নিবন্ধ

নাম _ মনোরম মধ্যাহ্ন 

লেখিকা _ লিপিকা দত্ত সরকার

রচনা কাল _ 4. 1. 2019

তারিখ_ 8. 1. 2021


আমাদের প্রত্যেকের জীবনে যে মানুষ বা বস্তু সম্পূর্ণভাবে নিজের এবং যতটুকু সময়ের জন্য নিজের--- তা কখনো কোনভাবেই কেউ কেড়ে নিতে পারবে না বা আমাদের কাছের থেকে হারিয়ে যাবে না কোনভাবেই।


যা আমাদের নিজের নয়--- তার জন্য সারাজীবন চেষ্টা করলেও, সর্বশক্তি প্রয়োগ করলেও, তা আমাদের করায়ত্ত্ব হবে না কোনদিন। 

সাময়িক ভাবে নাগালের মধ্যে এলেও, ধরে রাখা যাবে না দীর্ঘস্থায়ী ভাবে।


আর এই টানাপোড়েনে শুধুমাত্র অসহ্য শারীরিক ও মানসিক তীব্রতম যন্ত্রণা সহ্য করতে হবে, আর্থিক ক্ষতি হবে, সম্মান ধুলিস্যাৎ হবে, ভবিষ্যৎ নষ্ট হবে, সুন্দর দিনগুলো হারিয়ে যাবে। 


তাই মরিচীকার পিছনে না ছোটাই শ্রেয় বন্ধু। যা নিজের কাছে আছে, তাকে সযত্নে সসম্মানে রক্ষা করাই বুদ্ধিমান/ বুদ্ধিমতীর পরিচয়।


এসো বন্ধু, যা পেলে কখনও আর কিছু চাওয়ার ইচ্ছা জাগে না, যা হারানোর ভয় নেই, যা আনমোল--- সেই শুভ শক্তির জন্য মনোনিবেশ করি হৃদয়ের গভীর থেকে।


*** শান্তির সাথে সুস্থ থেকো বন্ধু।