Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি সাহিত‍্য যাপন
#অঞ্জনা আমায় মন দিয়েছিল
ডা.শামস রহমান ২৭ পৌষ'১৪২৭;১১/০১/২১
অঞ্জনা আমায় মন দিয়েছিল,আজ সাত সমুদ্র পার করেছেপড়ে আছে পোড় খাওয়া এক প্রেমিকপ্রবর,সে ক্ষত বয়ে চলছে!সে মন খারাপের দেশে আর যাব না,বৃষ্টি এলেও ভিজে কাঁদ…

 


#সৃষ্টি সাহিত‍্য যাপন


#অঞ্জনা আমায় মন দিয়েছিল


ডা.শামস রহমান 

২৭ পৌষ'১৪২৭;১১/০১/২১


অঞ্জনা আমায় মন দিয়েছিল,আজ সাত সমুদ্র পার করেছে

পড়ে আছে পোড় খাওয়া এক প্রেমিকপ্রবর,সে ক্ষত বয়ে চলছে!

সে মন খারাপের দেশে আর যাব না,বৃষ্টি এলেও ভিজে কাঁদব না 

এক শালিক দেখলে কিসের এত ভাবনা,নাইবা তোমার দেখা হলো অঞ্জনা!

সময়ও ফুরাবে সব বিদ্বেষ শেষ হবে,ঢেকে দিও মুঠোভরে মাটি

তবুও একটুখানি সুখের খোঁজে,শেষটুকু দুঃখে থাকবে জমাটি!


পিছুটান থাকলে কি করে দূরে থাকবে,কখনো তো কাছে টানবেই

দেখেছ উড়োজাহাজের বাতি জ্বলে,পিছু পিছু সেই অঞ্জনা ফিরে আসবেই!

সংসারে একা বড় যন্ত্রণা,ভালো থেকো রোজই দেয় তারা সান্ত্বনা 

সব আছে চারপাশে কেউ নেই যেন,সে আদর খুনসুটি গঞ্জনা?

ফিরে দেখবে না একবার এসে,আজও আছি সেদিনের অপেক্ষায়

অঞ্জনা আমায় সেদিন ফেলে গেলে চলে,পড়ে আছি জীবন যন্ত্রণায়?


আমার ভুবন উজাড় করে আজ,তুমি তো ডানা মেলে হারালে

একটু আশার কথা শুনি সান্ত্বনার ভাষায়,কেউ কাছে এসে যদি বলে!

ওগো ও সুহাসিনী পার কর তরণী,দিনেরাতে যে তোমায় মনে পড়ে

বাঁশবাগানে ফুটেছিল চাঁদ,কি সোহাগে যামিনী জোছনার আড়ে!

মনটা একটা আকাশ খুঁজে,সে তো মেলবে ডানা সারস বলাকার ভীড়ে 

সে আকাশে আজও তুমি আছ অঞ্জনা,পাবো না কি আর ফিরে?


#কবিস্বত্ব_সংরক্ষিত।