সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : মজা ছিল কি যে !কলমে : শক্তিপদ ঘোষতারিখ : ১১ , ০১ , ২০২১
দিনগুলো ছিল ভালো মেঘ-রোদ্দুরে ,পাখিদের ছানা ধরা বনে বনে ঘুরে ।আকাশ ধরতে ছিল মাঠ ভেঙে ছোটা ,তাল কুড়োতে গাছের ভোর ভোর ওঠা ।
ধান-তোলা…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা : মজা ছিল কি যে !
কলমে : শক্তিপদ ঘোষ
তারিখ : ১১ , ০১ , ২০২১
দিনগুলো ছিল ভালো মেঘ-রোদ্দুরে ,
পাখিদের ছানা ধরা বনে বনে ঘুরে ।
আকাশ ধরতে ছিল মাঠ ভেঙে ছোটা ,
তাল কুড়োতে গাছের ভোর ভোর ওঠা ।
ধান-তোলা ফাঁকা মাঠে ওড়াতাম ঘুড়ি ,
আমপাড়া জামপাড়া ছিল লুকোচুরি ।
পড়া নাই শোনা নাই হাতে মুখে কালি ,
খেলা ছিল দিনরাত মেখে ধুলোবালি ।
খালেবিলে ছিপ ফেলে ধরা ছিল মাছ ,
অকাজেই মন ছিল ফেলে রেখে কাজ ।
বটঝুরির দোলনা লাগতো কি ভালো ,
দুপুরের যাত্রাটা ছিল জমকালো ।
ফুটবলে মারামারি বৃষ্টিতে ভিজে ,
দিনগুলো পিছনের মজা ছিল কি যে !
-----------------------------------------------------