Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন কবিতা - পাখিদের কথাকলমে- নূপুর রায়তারিখ- ২০/০১/২০
মাছরাঙা মাছ ধরেছে, ডুব দিয়েছে জলেবক বাবাজী মুচকি হাসে, ঠোঁট লম্বা করে।
পানকৌড়ি পানকৌড়ি ডাঙায় এসো নাতোমায় দেখে গান ধরেছে সুন্দরী ময়না।
চড়াইভাতির খাবার গুলো চড়াই ছ…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

কবিতা - পাখিদের কথা

কলমে- নূপুর রায়

তারিখ- ২০/০১/২০


মাছরাঙা মাছ ধরেছে, ডুব দিয়েছে জলে

বক বাবাজী মুচকি হাসে, ঠোঁট লম্বা করে।


পানকৌড়ি পানকৌড়ি ডাঙায় এসো না

তোমায় দেখে গান ধরেছে সুন্দরী ময়না।


চড়াইভাতির খাবার গুলো চড়াই ছড়াচ্ছে

তাই না দেখে বুলবুলি ঐ নাচতে নেমেছে।


খাঁচার ভিতর টিয়াপাখি অনেক কথা বলে

তাই দেখে নাচে খোকা সকল বায়না ভুলে।


শালিকপাখি  ঝগড়া করে বসে গাছের ডালে

তাই না দেখে ফিঙে মশাই নাচে তালে তালে।


ভোরের আলোয় ডাকে কোকিল বসন্ত এলে

হাঁস-মুরগী চড়ে বেড়ায় দিনের আলো পেলে।


কাঠ ঠোকরায় কাটে যে কাঠ সারাদিন ধরে

 বাবুই  তখন বাসা বানায় বুদ্ধি খরচ করে।


আকাশ কালো ঘনঘটায় ময়ূর পেখম মেলে

"গৃহস্থের খোকা হোক " বসন্ত গৌরী বলে।