Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

12---1--2021ছড়াকার-----শিপ্রা মুখার্জি।  ছড়া------- ইচ্ছে ডানা ।
ইচ্ছে হলো ছড়ার ছড়া ছড়িয়ে দেই ওরে কানের পাশে মৌমাছিরা ভনভনিয়ে ঘোরে ।বাবুই পাখি বাসা বাঁধে তার ঐ নিপুণ ঠোঁটেঘরের চালের ঘুলঘুলিতে চড়ুই নেচে ওঠে। 
খড়ের ঘরে বুড়ো দাদু আলবো…

 


12---1--2021

ছড়াকার-----শিপ্রা মুখার্জি। 

 ছড়া------- ইচ্ছে ডানা ।


ইচ্ছে হলো ছড়ার ছড়া ছড়িয়ে দেই ওরে 

কানের পাশে মৌমাছিরা ভনভনিয়ে ঘোরে ।

বাবুই পাখি বাসা বাঁধে তার ঐ নিপুণ ঠোঁটে

ঘরের চালের ঘুলঘুলিতে চড়ুই নেচে ওঠে। 


খড়ের ঘরে বুড়ো দাদু আলবোলাটা টানে 

দিদুন তখন আঙ্গিনাতে ঢেকিতে ধান ভানে।

বাবা আমার খেত খামারে মুটে গিরি করে

মায়ের আমার ছেঁড়া কাপড় সামাল দিতে মরে। 


আমার পেটে টান ধরেছে ,একেই বলে খিদে

সানকি ভরা পান্তা ভাতে কেউ মোরে যদি সাধে?

ছোট্ট আমার পেটটি ভরে শুধুই খেয়ে জল

গরম ভাতের কি যে সুবাস জানিস কি তা বল?


মন ঘোরাতে এদিক ওদিক ছুটে বেড়াই আমি,

নেংটি ইঁদুর ছোটে পিছে ভয়ে যে তাই ঘামি।

দুর্জনে তে বলে ,"ওরে হ্যংলাকুটো,ঘেয়ো কুকুর,।

আকাশ পানে চেয়ে ভাবি ,দিন কেন আসে ঠাকুর।


-------------সমাপ্ত------