Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনামঃ,হাসি মুখে,কলমে শ্রী মুরুলী ধর গোস্বামী,তারিখ ৩১-০১-২১,রক্ত মাখা ঊষার আলোয়   কল্পনায় আমি ভাসিশত দুঃখ আড়াল করেও   সকলের মাঝে হাসি।সকাল দুপুর সন্ধ্যা হয়  দুই চোখ ভরে দেখি,কষ্টগুলো ঝেড়ে ফেলে দিয়ে   ম…

 


সৃষ্টি সাহিত্য যাপনশিরোনামঃ,হাসি মুখে,

কলমে শ্রী মুরুলী ধর গোস্বামী,

তারিখ ৩১-০১-২১,

রক্ত মাখা ঊষার আলোয়

   কল্পনায় আমি ভাসি

শত দুঃখ আড়াল করেও

   সকলের মাঝে হাসি।

সকাল দুপুর সন্ধ্যা হয়

  দুই চোখ ভরে দেখি,

কষ্টগুলো ঝেড়ে ফেলে দিয়ে

   মুখে হাসি সদা রাখি।

শীত গ্রীষ্ম বর্ষা আসে যায়

   চুল গুলো সাদা হয়,

বয়স আটাকানো যায় না,

   মুখে হাসি সদা রয়।

দুঃখে সুখে স্থির হয়ে থাকা

    মানুষ বলা হয় তাকে

হাসি মুখে বিদায় জানাই,

    পুরানো দিনের মাকে।

মরেও শান্তি দিয়ে যায় মা,

  সংসার যাতনা থেকে,

মা বলতে চোখে জল আসে,

  উপর থেকে মা দেখে।