Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিষয় :কবিতাশিরোনাম: হারিয়ে যাওয়া শৈশবকলমে: মিঠু সাধুখাঁতারিখ:৩১/০১/২০২১
সাতজন ভাইবোন কনিষ্ঠ যে আমিআদরে শাসনে সেই দিনগুলো দামি। সামনে ইস্কুল ছিল যাতায়াত একাস্কুলড্রেস, ব্যাগ-জুতো ,পাইনি তা দেখা। হেডস্যার রাগী…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিষয় :কবিতা

শিরোনাম: হারিয়ে যাওয়া শৈশব

কলমে: মিঠু সাধুখাঁ

তারিখ:৩১/০১/২০২১


সাতজন ভাইবোন কনিষ্ঠ যে আমি

আদরে শাসনে সেই দিনগুলো দামি। 

সামনে ইস্কুল ছিল যাতায়াত একা

স্কুলড্রেস, ব্যাগ-জুতো ,পাইনি তা দেখা। 

হেডস্যার রাগী ভারি, হাতে ছিল ছড়ি

দুপদাপ্ পিঠে তাল, সদা ভয়ে মরি। 


গাছগাছালি ভরা ,না ছিল কোলাহল, 

পুকুরেতে মাছ ছিল ,গাছ ভরা ফল। 

গোয়ালেতে গরু ছিল গোলা ভরা ধান, 

পাড়াপড়শি গুরুজন ছিল সম্মান। 

গাছে ওঠা, মাছধরা ,সাঁতারে ওপার

ডাংগুলি, লুকোচুরি জীবন মজার। 


টিভি ছিল দত্তবাড়ি, সেথা ছিল সখি

চিত্রমালা, চিত্রহার, চুপিসারে দেখি। 

পড়ার ফাঁকে দাদুর গল্প রূপকথা

ভূতের গল্প, জীবনী, নানা কাব্যগাঁথা। 

দুপুরে লুকিয়ে করি স্বল্প আয়োজন

হতো পুতুলের বিয়ে ও বনভোজন। 


কাঁচা হাতে খিচুড়ির স্বাদ বড়ো মিঠে, 

মায়ের হাতের রান্না ,ভাজা ভাপা পিঠে। 

ছিল না বেশি চাহিদা সুখ ছিল প্রাণে

হারিয়ে গেছে সেদিন রয়ে গেছে মনে। 

সুখের তুলিটা আজ বেদনার ছবি 

অশ্রু ভরা মনাকাশে ভাসে জলছবি।