Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি সাহিত্য যাপন#কলমে - মিঠু মন্ডল #কবিতা-  লাভ ক্ষতি 
অন্ধকার নেমে এলেই বুকের চাঁপা কান্নাটাঠেলে বেরিয়ে আসতে চায় দম নিতে ।সারাদিন মনের আকাশে দম বন্ধ করে ভুলে থাকতে চাওয়া মন বেছে নেয়ব্যস্ত জীবনকে ।নিস্তব্ধ অন্ধকার ঘিরে ধরে চার…

 


#সৃষ্টি সাহিত্য যাপন

#কলমে - মিঠু মন্ডল

 #কবিতা-  লাভ ক্ষতি 


অন্ধকার নেমে এলেই বুকের চাঁপা কান্নাটা

ঠেলে বেরিয়ে আসতে চায় দম নিতে ।

সারাদিন মনের আকাশে দম বন্ধ করে ভুলে থাকতে চাওয়া মন বেছে নেয়

ব্যস্ত জীবনকে ।

নিস্তব্ধ অন্ধকার ঘিরে ধরে চারপাশ

নিশাচরের মতো সারারাত জেগে

অভিমানগুলো যেন আষ্টে পিষ্টে বেঁধেছে

লজ্জা,ঘৃণায় মুখ লুকিয়ে কান্নারা

বয়ে চলে বালিশ ভিজিয়ে।

শুধু মনই জানে এ ব্যথা

শুধু মনই জানে নিষ্পাপ মনটা

মিথ্যে,শুধু মিথ্যেই কখনো কখনো সত্যি হয়ে যায়

মন শুধু অসহায় হয়ে যন্ত্রনা পায়

প্রমান,না এ ব্যথা বড়ো অপমান

না জানা উত্তরের খোঁজে দিশাহারা

হয়তো কোন ভুল অঙ্ক মেলাতে,

আজও অঙ্কটা অসম্পূর্ণই রয়ে গেছে।

লাভ ক্ষতির অঙ্ক আজও শিখিনি

তাই লাভের থেকে ক্ষতিটাই বেছে নি।


মিঠু মন্ডল