Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা-হে মান্যবরকলমে-পাদকতাং-২১/০১/২০২১
গরীবি গরীবি করে গেছে খাওয়া-দাওয়াতাই দেখি সর্বত্র এক  সহানুভূতির হাওয়া।ভোটের সভা আলো করে প্রতিশ্রুতির পাহাড়সোনার ভারত গড়ে দেবে যে স্বপ্ন তোমার।থাকবে না আর  হানাহানি না থাকবে বিবাদযে যার …

 


কবিতা-হে মান্যবর

কলমে-পাদক

তাং-২১/০১/২০২১


গরীবি গরীবি করে গেছে খাওয়া-দাওয়া

তাই দেখি সর্বত্র এক  সহানুভূতির হাওয়া।

ভোটের সভা আলো করে প্রতিশ্রুতির পাহাড়

সোনার ভারত গড়ে দেবে যে স্বপ্ন তোমার।

থাকবে না আর  হানাহানি না থাকবে বিবাদ

যে যার মতে চলবে সবাই স্বাধীনতা অবাদ।


কেউ বলছে গদি পেলে সবার দেব বাড়ি

না খেয়ে মরবে না কেউ মজা হবে ভারি।

খাদ্য দেবে পথ্য দেবে দেবে জ্ঞানের আলো

একটিবার গদি পেলে ঘুচাবে দেশের কালো।

দিনে রাতে হাঁকে ডাকে আমাকে পাশে পাবে

সকলের তরে  মিলেমিশে নতুন ভারত হবে।


তোমাদের এই কথার ছলে আমরা ভাবি মনে

এবার ভারত হয়তো নেবে শ্রেষ্ঠ আসন ভূবনে।

নানা মতে নানা পথে আজও আমরা চলি

আমার ভারত মহান ভারত এক হৃদয়ে বলি।

ক্ষমতার লোভে তোমরা যখন মিথ্যে কথা বল

আমরা ভাবি এতো দিনে সুদিন বুঝি এল।


ভোগ বিলাসের প্রাসাদে তুমি তো মহারাজা

নিরাশ্রয়ে খেতে না পেয়ে ফুটপথে  যত প্রজা।

দিনেরাতে কঠোর শ্রমে দেশের ভিতটি যারা গড়ে

তোমাদের যত রক্তচক্ষু তাদের উপর পড়ে।

রাজকীয় সেই সমারোহে রাজার রাজত্ব চলে

গরীবি গরীবি হবে আবার পরের ভোট এলে।