Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি  সাহিত্য  যাপনকবিতাঃ আয়নাকলমেঃ শর্মিলা রায় তারিখঃ ১২/১/২০২১
যখনই আয়নার সামনে এসে দাঁড়াইনিজের চেনা মুখ,বড় অচেনা লাগে।ভয়ে কুঁকড়ে যাই আমি।মুখের  প্রতিটি বলিরেখায় ফুটে ওঠে মিথ্যে কামনা- বাসনায় লালিতআমার মূল্যহীন জীবনের কথকতা।আয়…

 


সৃষ্টি  সাহিত্য  যাপন

কবিতাঃ আয়না

কলমেঃ শর্মিলা রায় 

তারিখঃ ১২/১/২০২১


যখনই আয়নার সামনে এসে দাঁড়াই

নিজের চেনা মুখ,

বড় অচেনা লাগে।

ভয়ে কুঁকড়ে যাই আমি।

মুখের  প্রতিটি বলিরেখায় ফুটে ওঠে 

মিথ্যে কামনা- বাসনায় লালিত

আমার মূল্যহীন জীবনের কথকতা।

আয়নায় বিম্বিত চোখ- দুটি,

যেন পড়ে ফেলে, 

আমার বুকের গোপন গভীরে সঞ্চিত 

কতও না বলা কথা।

আমার শরীরী অবয়বের প্রতিচ্ছবি

নির্মমভাবে মেলে ধরে 

আমার অন্তরের প্রকৃত স্বরূপ ---

যেখানে অহরহ চলে ভালো- মন্দের দ্বন্দ্ব,

হার- জিতের খেলা,পাওয়া- না পাওয়ার লড়াই, 

লাভ- লোকসানের চুলচেরা বিশ্লেষণ। 

দিশেহারা লাগে।ইচ্ছে করে 

টুকরো টুকরো  করে দিই আয়নার কাঁচ।

আমি চাই না আয়নায় প্রতিবিম্বিত হোক

আমার অন্তরের  অকাট্য সত্য,

আমার খোলসবিহীন নগ্ন স্বরূপ।