Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

হাঁটছি ।। নরেশ দাস
গোধূলি আলোয় অন্নদাতার মৃতদেহ মাড়িয়ে হাঁটছি --রাত গভীরে ধর্মের ষাঁড়ের মত বেহুঁশ হয়ে হাঁটছি,চোখে-মুখে ধ্বংসের লালবাতি জ্বালিয়ে হাঁটছি!পোয়াতি আকাশতলে কোভিদ স্নাত হয়ে  হাঁটছি,লক্ষ মায়ের বুকের উপর যা ইচ্ছে তাই করে হা…

 


হাঁটছি ।। নরেশ দাস


গোধূলি আলোয় অন্নদাতার মৃতদেহ মাড়িয়ে হাঁটছি --

রাত গভীরে ধর্মের ষাঁড়ের মত বেহুঁশ হয়ে হাঁটছি,

চোখে-মুখে ধ্বংসের লালবাতি জ্বালিয়ে হাঁটছি!

পোয়াতি আকাশতলে কোভিদ স্নাত হয়ে  হাঁটছি,

লক্ষ মায়ের বুকের উপর যা ইচ্ছে তাই করে হাঁটছি,

ভেড়াদের লোমশ পাটকাঠি কাঁধে ভর দিয়ে হাঁটছি।

যমজ ভাইয়ের বুকে পা তুলে হরি-ধ্বনি শুনতে শুনতে হাঁটছি! 

কাঁপা পা আর সোজা পা ফেলে ফেলে হাঁটছি! 

সকাল বিকাল ও মধ্যরাতে যা নয় তাই হয়ে হাঁটছি!

অন্নদাতার মৃতদেহ মাড়িয়ে দাঁত চেপে চেপে হাঁটছি!


শীতবাতাসে উড়ছে আধপোড়া লাশের গন্ধ,

সারারাত নিথর দেহের পাশে যুবতী মায়ের মুখ,

অন্নদাতা মায়ের মুখ আর বুক মাড়িয়ে  হাঁটছি!

ধর্মের ষাঁড়ের মত লাথি মারতে মারতে হাঁটছি!

চারিদিকে ঝড় তুলে ধুলো উড়িয়ে উন্মাদের মত হাঁটছি !


ভারতবর্ষ, দুখিনী অন্নদাত্রী মা আমার!

ঘরময় সারারাত মঁ মঁ করে ভেসে বেড়ায় --

অঘ্রাণ-মাঠের মত তোমার গায়ের ঘ্রাণ,

তোমার অশ্রুভেজা চোখের কোণে 

চিকচিক জ্বলে খুনীর মৃত্যুবাণ!