Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন ::
------------//  বহমান তিস্তা বহমান তোর্সা   //---------
কিছু ঋণ থাক না,থাক। যেমনটি পড়ে আছে।বন্ধুত্বের কিশোর বেলারপ্রথম পাতাটা ঘিরে...।দরকার নেই পরিশোধের।      ক্রেডিট -ডেবিটের নিত‍্যের পাশবুকে      না হয় লেখ…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন ::


------------//  বহমান তিস্তা বহমান তোর্সা   //---------


কিছু ঋণ থাক না,

থাক। যেমনটি পড়ে আছে।

বন্ধুত্বের কিশোর বেলার

প্রথম পাতাটা ঘিরে...।

দরকার নেই পরিশোধের।

      ক্রেডিট -ডেবিটের নিত‍্যের পাশবুকে

      না হয় লেখা রয়েই যাবে " আনক্লেমড"।

      


আমি জানি,তোমার সেদিনের চাওয়া।

আসলের দিকে তাকিয়েও তাকালে না

কেবল সুদের অংকটায় গুরুত্ব দিলে।


আমি কী বলেছিলাম 

মনে আছে তোমার  !!


মনে করতেই পারছো নাতো!

তোমার ঐ এক স্মৃতি, বড়োই কৃতঘ্ন!!

তবে শোনো, স্মৃতির চিলে কোঠায় বন্দী থাকা

অবিকল,যা যা বলেছিলাম--

"তোমার ভালোবাসাটা আমার পেয়ে যাওয়া

অমূল‍্যরতন।ফিরত দিতেই চাইনা। "


আলতো হেসে বলেছিলে,

ওহ্ তাই নাকি! তাহলে রেখেই দাও।

ফিরত পেতেও চাইনা।

ফিরত নিতে,আসবো না।

প্রস্তুত মনেপ্রাণে,বিধ্বংসী সময় যদি 

দাঁড় করায় তোমার সম্মুখে।অগত‍্যা।


মাঝ দিয়ে কতোগুলো বছর,

নদীর জলের মতো বয়ে গেলো--

হারিয়ে গেল সব,সবকিছু।

কতো তফাতে আমরা এখন...তবুওতো

বহমান তিস্তা বহমান তোর্সা।


ঋণটা রয়েই গেলো।

তোমার মনটা বাঁধা রয়েই গেলো।

থাকনা,থাক এ ঋণ এক ইতিহাসের গর্ভে

নিতান্তই ঐতিহাসিক হয়ে।


-----------।। মণীন্দ্রনাথ বাগ ।।----।প্রবাসে।---------