সৃষ্টি সাহিত্য যাপন।```````````````````````````বিষয় :- কবিতা।শিরোনাম :- জ্ঞানের দেবীকলমে :-সমীরন রায়।তারিখ :- ২০/০১/২০২১''''''''''''''''''''''…
সৃষ্টি সাহিত্য যাপন।
```````````````````````````
বিষয় :- কবিতা।
শিরোনাম :- জ্ঞানের দেবী
কলমে :-সমীরন রায়।
তারিখ :- ২০/০১/২০২১
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
জ্ঞান মারছে; যেন জ্ঞানের দেবী।
চেয়েছিলিস স্কুলের দিদিমণি হতে,
হয়েছিস তো; আবার কি!
দেখা হলেই জ্ঞান মারবি?
গুরু কি দারুন তোর লজিক মাইরি।
'সিগারেট খারাপ। মদ খারাপ। তোর শরীর টাও যেন...'
জানিতো খারাপ। আমার সবটাই খারাপ।
তাতে কি! তোর কি চাপ!
আমার বুকটা দেখ; শুধু নিকোটিনের ছাপ।
তোর তাতে কি! কিসের চাপ!
খারাপ তো সেই কলেজ থেকে।
তাইতো দিসনি ঘেঁষতে কাছে।
তখন তো শুধুই সিগারেট ছিল।
একটু আধটু আড্ডা ছিল,
ক্লাবের ভাঙা রকে।
আর ছিল,
সময় মেপে মোড়ের মাথায়
দেখতে যাওয়া তোকে।
তাতেই ছিলাম বড্ড খারাপ। বড্ড বাজে।
এখন ভালো হওয়া কি আমার সাজে!
আগেতো শুধুই সিগারেট ছিল;
এখন ধরেছি আরো অ..নে..ক কিছু।
খারাপ ছেলেটা আজও ল্যাজ নেড়ে
ঘোরে, শুধু আমারই পিছু পিছু।
গোটা আমিটাই আজ নেশার ছবি।
আ..রে ধুর,
আবার জ্ঞান মারছিস!
চল কেটেপর, মা জ্ঞানের দেবী।
//////////////////////@সমীরন///////////////////////////