Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা✍️পম্পা বন্দ্যোপাধ্যায়18.01.2021আপনজনের মুখোশ*******************আত্মীয় হলেই কি আর আত্মার যোগ হয়?আপন যারে ভাবো তুমি সে তো আপন নয় ।আত্মার যোগ থাকলে সে কি পারে আঘাত দিতে,পারে কি সে কথায় কথায় নানা কুৎসা রটাতে?…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা

✍️পম্পা বন্দ্যোপাধ্যায়

18.01.2021

আপনজনের মুখোশ

*******************

আত্মীয় হলেই কি আর আত্মার যোগ হয়?

আপন যারে ভাবো তুমি সে তো আপন নয় ।

আত্মার যোগ থাকলে সে কি পারে আঘাত দিতে,

পারে কি সে কথায় কথায় নানা কুৎসা রটাতে?

আসলে এরা সবাই বাঁধা আপন সংস্কারে,

মনেতে বিষ নিয়ে এরা চলে সংসারে ।

আপন মনের আক্রোশ দেয় উগরে বার বার,

প্রয়োজনে এরাই সাজে সুহৃদ সবাকার ।

নিজের কার্যসিদ্ধি করতে এরা পরে মুখোশ,

আচরণে আনে এরা ভালোমানুষির খোলস ।

ধরে ফেললে চাতুরী এদের মুখোশ খুলে যায়,

বেরিয়ে পড়ে হিংস্র রূপ, চিরে ফেলতে চায় ।

এদের থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ,

থাকুক এরা মুখোশ পরে, করুক যত কুকাজ ।