সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ _কবিতা
শিরোনাম _বিবেক বেঁচে নেইকলমে _সুতপা ঘোষ রায়
অনেকদিন ধরে কিছু মানুষের ঘরে সিঁধ কাটা এক চোর ঢোকে !চুরি করে বেশ মূল্যবান সম্পদ চুপিসারে কোনো এক ফাঁকে !এক চোর চুরি করে ! নিরাকার …
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ _কবিতা
শিরোনাম _বিবেক বেঁচে নেই
কলমে _সুতপা ঘোষ রায়
অনেকদিন ধরে কিছু মানুষের ঘরে
সিঁধ কাটা এক চোর ঢোকে !
চুরি করে বেশ মূল্যবান সম্পদ চুপিসারে
কোনো এক ফাঁকে !
এক চোর চুরি করে ! নিরাকার অদৃশ্য !
মানুষ বুঝে উঠতে পারেনা
ধীরে ধীরে হয় নিঃস্ব !
কাঙাল হয়ে যায় দিনে দিনে !
যা কিছূ মূল্যবান হারায় সে প্রতি ক্ষণে !
কিন্তু এই নিরাকার সিঁধেল চোর
পড়ে না ধরা !
মানুষ এখনো ভাবে সংসার তার
সুখ ঐশর্জে ভরা !
গায়ে রয়েছে তাদের বিরাট
সুখের নামাবলী !
তার আড়ালে কি পেরেছে লুকাতে
আপন গুনাবলী !
পারে নি.......সব গেছে চুরি ....
সিঁধেল চোরের নেই কোনো জুড়ি !
তাকে ধরে ,চেনে ,এহেন ক্ষমতা আজ কই !
কারণ এদের যে বিবেক মরে গেছে ....
বেঁচে নেই !